
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ মোড় নিয়েছে। নয়াদিল্লির অভিযোগ, হামলার সঙ্গে পরোক্ষভাবে জড়িত রয়েছে পাকিস্তান। ২২ এপ্রিলের ওই ঘটনার জেরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ফের টানাপোড়েন তৈরি হয়েছে, যার প্রতিক্রিয়া পড়েছে ক্রীড়াঙ্গনেও।
কাশ্মিরে হামলার জবাবে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও পিএসএলে কর্মরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদের বেশিরভাগই ছিলেন সম্প্রচার ও প্রযুক্তিগত কাজে নিয়োজিত—যেমন ক্যামেরা অপারেটর, প্রোডাকশন ম্যানেজার ও ইঞ্জিনিয়ার।
আরও পড়ুন
» গুরুত্বপূর্ণ জয়ের দিনে কোহলির নতুন মাইলফলক
» আইপিএলে চেন্নাই-হায়দরাবাদ ম্যাচসহ আজকের খেলা (২৫ এপ্রিল ২৫)
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দেশটির সরকার—প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে—এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, পিএসএলের সম্প্রচারে বেশ কয়েকজন ভারতীয় পেশাদার কাজ করছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের আর পাকিস্তানে রাখা হবে না।
২০১৩ সালের পর থেকে ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি। কেবল আন্তর্জাতিক টুর্নামেন্ট—যেমন আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর আয়োজনে—দুই দল মুখোমুখি হয়।
তবে সাম্প্রতিক হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, তারা ভবিষ্যতেও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না।
বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে, বিসিসিআই সেটাই অনুসরণ করবে। দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না এবং খেলবও না। তবে আইসিসির টুর্নামেন্ট হলে সেখানে খেলতে বাধ্য।
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৫/এসএ
