
গেল চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে ছিল ভীষণ আগ্রহ। দ্রুততম সময়ে সেই ম্যাচের সব ক্রিকেট বিক্রি হয়ে যাওয়া তারই ইঙ্গিত দেয়। তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে আর মাঠে গড়ায়নি সেই ম্যাচ। তবে এবার বাংলাদেশকে ঘরের মাটিতে আতিথ্য দিতে মুখিয়ে আছে পাকিস্তান।
চলতি বছরেই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। আগামী মে মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ফের পাকিস্তানেই যাবে টাইগাররা। ঘরের মাঠে এই সিরিজ খেলতে নিজেদের আগ্রহের কথা ভালো ভাবেই জানালেন দলটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আঘা। তিনি মনে করেন পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ।
শান্ত-হৃদয়দের জন্য অপেক্ষা করার কথা জানিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারার জন্য আক্ষেপ প্রকাশ করেছেন তিনি, ‘দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারিনি। আমরা অপেক্ষায় আছি, বাংলাদেশ এখানে আসলে অনেক আতিথেয়তা পাবে। ওরা অনেক ভালো একটা দলও, সবসময় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।’
আরও পড়ুন:
» দ.আফ্রিকা-নিউজিল্যান্ড সেমিফাইনালসহ আজকের খেলা (৫ মার্চ ২৫)
» চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায়, আবারও ফাইনালে ভারত
চলতি বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৬ এর শুরুতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে প্রতিটা সিরিজে মনযোগ দিতে চান সালমান, ‘সামনে এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো করাই সবসময় লক্ষ্য থাকে। আমরাও তার জন্য পরিকল্পনা করছি, যতো সিরিজ আছে সেসবেও ভালো করার চেষ্টা করবো।’
উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে আইসিসির কোন ইভেন্ট আয়োজন হচ্ছে এবার। চলমান রয়েছে টুর্নামেন্টের সেমিফাইনাল রাউন্ড। এদিকে মাত্র ৬ দিনেই নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করেছে টাইগাররা। গ্রুপ পর্বে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে মাঠেই নামতে পারেনি বৃষ্টির কারণে।
ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৫/এফএএস
