ঘরের মাঠে খেলা হলে নিজেদের সুবিধাজনক চিন্তা করেই সকল পরিকল্পনা নেওয়া হয়ে থাকে। যাতে করে স্বাগতিক দল প্রায়ই কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকে। তবে কোন প্রকার সুবিধা নিয়েও যেন নিজেদের হোম ভেন্যুতে ভাগ্য ফেরাতে পারছে না পাকিস্তান। এবার যেন ছাড়িয়ে গেল সবকিছুর মাত্রা।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ পঞ্চম দিন এসে পরাজয়ের স্বাদ পেল পাকিস্তান। তবে কে ভেবেছিল এই ম্যাচও হারতে হবে শান মাসুদদের। যেখানে মুলতানে ম্যাচের প্রথম ইনিংসে ৫০০র বেশি রান করেছিল স্বাগতিকরা। এতে করে ঘরের মাঠে শেষ ১১ টেস্টে জয়হীন পাকিস্তান।
এই ম্যাচের ফলাফল অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছিল চতুর্থ দিনের খেলাতেই। যেদিন সমাপ্তি হয়েছিল কেবল প্রথম ইনিংসের। পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ৮২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা। যেখানে তারা ব্যাট করেছিল পাকিস্তানের চেয়ে মাত্র ১ ওভার বেশি।
এদিকে এক ইনিংসে সর্বোচ্চ ৫৫৬ রান করেও ম্যাচ পরাজয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। এর আগে কোন দলের এক ইনিংসে ৫০০’র বেশি রান করেও সেই ম্যাচ হারের নজির নেই। তবে গত বছরে ম্যাচের এক ইনিংসে ৪৯২ রান করার পরেও শ্রীলঙ্কার কাছে হেরেছিল আয়ারল্যান্ড।
২৬৭ রানের বিশাল লিড নিয়ে চতুর্থ দিন ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। আর এদিনই নিজেদের জয়ের ভীত করে ফেলে সফরকারীরা। শেষ বেলায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
আরও পড়ুন:
» ফুটবলনরওয়ের সর্বোচ্চ গোলদাতা হয়েই সন্তানের আগমনী বার্তা দিলেন হালান্ড
» এক নজরে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখার তালিকা
যাতে করে ম্যাচ জয়ের আশা একেবারেই ম্লান হয়ে যায় স্বাগতিকদের। উল্টো জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন হয় আর মাত্র ৪ উইকেটের। যা সকালের এক সেশনেরও কম সময়ে তুলে ফেলে সফরকারীরা। এদিন ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে বিশাল জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
এছাড়াও এক ইনিংসে দলের তিন ব্যাটার সেঞ্চুরি করার পর ম্যাচ হারের তৃতীয় ঘটনা এটি। যেখানে পাকিস্তানের হয়ে এই ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাকিয়েছেন আব্দুল্লাহ শফিক, শান মাসুদ ও আঘা সালমান। অপরদিকে প্রায় শত স্ট্রাইকরেটে ৩১৭ রান একাই করেন হ্যারি ব্রুক। আর জো রুটের ব্যাট থেকে আসে ২৬২ রান।
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৪/এফএএস