পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ খোয়ানোর দ্বারপ্রান্তে ছিল পাকিস্তান। এবার তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করল স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারীদের ওপর রীতিমতো তান্ডব চালিয়েছে কিউই ব্যাটার ফিন অ্যালেন।
আজ (১৭ জানুয়ারি) ডানেডিনে ইউনিভার্সিটি ওভাল মাঠে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ফিন অ্যালেনের ব্যাটিং নৈপূণ্যে স্কোরবোর্ডে ২২৪ রান জমা করে নিউজিল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭৯ রানেই থেমে যায় পাকিস্তান। ফিন অ্যালেন খেলেন ৬২ বলে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস।
ম্যাচের শুরুতেই ব্যক্তিগত ৭ রানে নিজের উইকেট হারান ডেভন কনওয়ে। তবে এরপর তিন নম্বরে নামা টিম শেফার্ডের সাথে অসাধারণ এক জুটি গড়েন ওপেনার ফিন অ্যালেন। তবে উইকেটের এক প্রান্ত থেকে একাই পাকিস্তান বোলিং লাইন আপকে নড়বড়ে করে দেন অ্যালেন। গড়েছেন টি-টোয়েন্টিতে কিউই ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড।
এছাড়াও ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলতে তিনি স্পর্শ করেছেন আরও এক বিশ্ব রেকর্ড। এই ইনিংসে তিনি হাকিয়েছেন সর্বোচ্চ ১৬ টি ছক্কা। টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডে হজরতউল্লাহ জাজাইয়ের পাশে যৌথ ভাবে বসলেন তিনি। দেশের হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ডটিও করেছেন ফিন অ্যালেন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার সায়েম আইয়ুব আউট হন ১৩ বলেন মাত্র ১০ রান করে। এরপর রিজওয়ানকে সাথে নিয়ে জয়ের লক্ষ্যে এগোতে থাকে সাবেক অধিনায়ক বাবর আজম। তবে রিজওয়ান বেশিক্ষণ টিকে না থাকলেও উইকেট সামলে খেলতে থাকেন বাবর।
এই ম্যাচে বাবর আজম তুলে নিয়েছেন নিজের ৩৩তম টি-টোয়েন্টি অর্ধশতক। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেনি তিনিও। ৩৭ বলে ৫৮ রান করে সাজঘরে ফিরে যান এই ড্যাশিং ব্যাটার। এরপর পাকিস্তানের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। নিয়মিত উইকেট হারিয়ে ১৭৯ রানে গুটিয়া যায় সফরকারীরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আজকের এই পরাজয়ে প্রথম তিন ম্যাচ হেরে সিরিজ খুয়িয়েছে সফরকারীরা। কিউইদের হয়ে পরপর দুই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিন অ্যালেন।
আরও পড়ুন: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে এবার লিটন দাস
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৪/এফএএস