অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে তাদের হারানোর স্বপ্নটা তাহলে আরও দীর্ঘায়িতই হতে যাচ্ছে পাকিস্তানের জন্য। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দু’টি হেরে আগেই সিরিজ খুইয়েছে সফরকারীরা। তাই শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশের লজ্জাটা এড়াতে চেয়েছিল সদ্য পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া শান মাসুদের নেতৃত্বাধীন দলটি। আগের দুই ম্যাচের চেয়ে শেষ ম্যাচে পাকিস্তানের আমের জামালের অলরাউন্ড নৈপুণ্যে সুবিধাজনক অবস্থায়ও ছিল দলটি।
সফরকারীদের হয়ে প্রথম ইনিংসে ৮২ রানের দূর্দান্ত এক ইনিংস খেলেছিলেন আমের জামাল, যার কল্যাণে প্রথম ইনিংসে দলের রান তিনশো পার করেছিল পাকিস্তান। পরে বল হাতেও অজিদের ৬ ব্যাটসম্যানকে আউট করে বলতে গেলে তিনি একাই স্বাগতিকদের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এমন অসাধারণ পারফরমেন্সের পরেও শেষ ম্যাচেও হারের দ্বারপ্রান্তে অবস্থান করছে পাকিস্তান।
তৃতীয় দিন শেষ করে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে লিড বেড়ে দাঁড়িয়েছে ৮২ রান। কিন্তু ৩ উইকেট হাতে রেখে হোয়াইটওয়াশ এর ভয়ই এখন চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে। দিনের শেষ বেলায় অবশ্য সফরকারীদের সর্বনাশের মূল হোতা অজি পেসার জশ হ্যাজেলউড। এক ওভারে ৩ উইকেটসহ ৫ ওভারে ৯ রান খরচায় মেট ৪ উইকেট তুলে নেন তিনি।
সিডনি টেস্টে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন মোটে ৪৬ ওভার খেলা হয়েছিল। অবশ্য তৃতীয় দিনে এসে দুই দলই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়। নিজেদের প্রথম ইনিংসে ২৮৯ রানে ৫ উইকেট হারানো অজিরা পরের ১০ রান তুলতে হারিয়েছে বাকি ৫ উইকেট। ৬৯ রানপর বিনিময়ে সিরিজে দ্বিতীয়বারের মত ৬ উইকেট তুলে নেন আমের জামাল। চলতি সিরিজে এখন পর্যন্ত এই পাকিস্তানি অলরাউন্ডার মোট ১৮ টি উইকেট শিকার করেছেন৷ ১৪ রানের লিড পেয়েও নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে হারের শঙ্কা জেগে উঠেছে পাকিস্তানের।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়ে বসে ম্যান ইন গ্রিনরা। ১ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে শান মাসুদের দল। আসাদ শফিককে বোল্ড আউট হব বাঁ হাতি পেসার মিচেল স্টার্কের বলে। আর শান মাসুদকে কট বিহাইন্ডপর ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান জশ হ্যাজেলউড। সাইম আইয়ুব এবং বাবর আজম তৃতীয় উইকেট জুটিতে ৫৭ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়লেও নাথান লায়নের কল্যাণে তাদের জুটি আর বেশি দূর আগাতে পারেনি। নাথানের বলে এলবিডব্লিউয়ের শিকার সাইম আইয়ুব। তার ব্যাট থেকে আসে ৩৩ রান।
পরে বাবর আজমও ব্যক্তিগত ২৩ রানেই ট্রাভিস হেডের বলে কট বিহাইন্ডের শিকার হয়ে সাজঘরে ফেরেন। তবে পাকিস্তানকে একদম খাদের কিনারে ঠেলপ দেন জশ হ্যাজেলউড ইনিংসের পঁচিশ তম ওভারে এসে। এক ওভারেই সৌদ শাকিল (২), সাজিদ খান (০) এবং সালমান আগাকে (০) আউট করে পাকুস্তানের মিডল অর্ডার একদম ধ্বসিয়ে দেন এই ডান হাতি পেসার। তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের ইনিংসে শেষ ভরসা হয়ে উইকেটে টিকে আছেন মোহাম্মদ রিজওয়ান (৬ রানে) এবং আমের জামাল (০ রানে)। এদিন হ্যাজেলউডের ৪ উইকেট ছাড়াও স্টার্ক, লায়ন এবং ট্রাভিস প্রত্যেকেই ১ টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: ধারাভাষ্যকারদের কথা সত্য হলে অবসর নিবেন উসমান খাজা!
ক্রিফোস্পোর্টস/০৫জানুয়ারি২৪/এমএস/এমটি