Connect with us
ক্রিকেট

প্রোটিয়াদের রানপাহাড় টপকে রেকর্ডগড়া জয়ে ফাইনালে পাকিস্তান

Pakistan vs South Africa
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় কাপের ফাইনালে পাকিস্তান। ছবি- সংগৃহীত

চলমান ত্রিদেশীয় কাপে পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। দক্ষিণ আফ্রিকার রানের পাহাড় টপকে নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড রান তাড়া করে জয় তুলে নিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। আগা সালমান ও রিজওয়ানদের সেঞ্চুরিতে প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ৩৫২ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে কেউ সেঞ্চুরি না পেলেও আশির ঘরে আউট হয়েছেন তিন ব্যাটার। অধিনায়ক টেম্বা বাভুমা ৯৬ বলে ৮২, ম্যাথু ব্রিটজকে ৮৪ বলে ৮৩ এবং হেনরিখ ক্লাসেন ৫৬ বলে ৮৭ রান করেছেন।

এছাড়া কাইল ভেরেন ৩২ বলে ৪৪ এবং টনি ডি জর্জি ও করবিন বসের ব্যাট থেকে যথাক্রমে ২২ ও ১৫ রান এসেছে। পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৬৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া নাসিম শাহ ও খুশদিল শাহ একটি করে উইকেটের দেখা পেয়েছেন।

আরও পড়ুন:

» বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা পাকিস্তান শাহীনসের

» স্বল্প পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল শ্রীলঙ্কা

পাহাড়সম রান তাড়া করতে নেমে দলকে ঝড়ো শুরু এনে দেন বাবর আজম ও ফখর জামান। তবে ইনিংসের সপ্তম ওভারে দলীয় ৫৭ রানের মাথায় ফিরে যান বাবর আজম। তার ব্যাট থেকে আসে ২৩ রান। এরপর নিয়মিত বিরতিতে সৌদ শাকিল ও ফখর জামানও ফিরে যান। শাকিল ১৬ বলে ১৫ এবং ফখরের ব্যাট থেকে আসে ৪১ রান।

দলীয় শতরানের আগেই ৩ উইকেট হারানোর পর ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় পাকিস্তান। এরপর ম্যাচের হাল ধরেন অধিনায়ক রিজওয়ান ও আগা সালমান। তাদের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে পাকিস্তান। শেষ পর্যন্ত এই জুটিতে ভর করেই জয় অনেকটা নিশ্চিত করে পাকিস্তান। দলীয় ৩৫১ রানের মাথায় আগা সালমান আউট হয়ে যান। প্যাভিলিয়নে ফেরার আগে ১০৩ বলে ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটার। এছাড়া রিজওয়ান ১২৮ বলে ১২২ করে অপরাজিত ছিলেন।

Mohammad Rizwan-Agha Salman

আগা সালমান ও রিজওয়ানদের সেঞ্চুরিতে জয় পেয়েছে পাকিস্তান। ছবি- সংগৃহীত 

এর আগে টানা দুই জয় নিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফাইনালে কিউইদের মুখোমুখি হবে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা: ৩৫২/৫ (৫০ ওভার)
পাকিস্তান: ৩৫৫/৪ (৪৯ ওভার)
ফলাফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী

এর আগে ২০২২ সালে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৮ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। এতদিন ওয়ানডেতে এটাই ছিল পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। তবে আজকের ম্যাচ দিয়ে ৩৫২ রান টপকে জয়ের নতুন রেকর্ড গড়েছে ম্যান ইন গ্রিনরা।

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট