দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের। আগেই চোটের কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার খুররাম শাহজাদ। শারীরিক সমস্যার কারণে দ্বিতীয় টেস্টের আগে আরো একজন বোলার ছিটকে গেলেন দল থেকে।
আনফিট থাকায় প্রথম টেস্টে একাদশে ছিলেন না নোমান আলি। এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলে এই বাঁহাতি স্পিনার। অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ায় শুক্রবার (২২ ডিসেম্বর) রাতটা হাসপাতালেই কাটিয়েছেন তিনি। শীঘ্রই অপারেশন করা হবে তার। তাই পরবর্তী দুই ম্যাচে থাকছেন না ব্যাকআপ স্পিনার হিসেবে তাকে অস্ট্রেলিয়া সফরে যাওয়া এই ক্রিকেটার।
এদিকে খুররাম শাহজাদের ইনজুরি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ‘অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে চোটগ্রস্ত খেলোয়াড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এরপর তিনি লাহোরের ক্রিকেট একাডেমিতে ফিরে যাবেন এবং সেখানে চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।’
এর আগে প্রথম টেস্টে পাঁজর ও তলপেটে চোট পান অভিষিক্ত খুররাম শাহজাদ। বোলিংয়ের সময় ব্যাথা অনুভব করেন খুররাম। স্ক্যানের পর জানা যায়, তিনি বাঁ পাশের পাঁজরের হাড়ে আঘাত পেয়েছেন। যার কারণে এই সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেছেন এই ক্রিকেটার।
আরও পড়ুন: পাকিস্তানের উদ্বোধনীতে আর দেখা যাবে না বাবর-রিজওয়ানকে!
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৩/এমটি