Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা পাকিস্তান শাহীনসের

Bangladesh A vs Pakistan A
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে পাকিস্তান শাহীনস। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অন্যান্য দলগুলো ওয়ানডে ম্যাচ খেলে প্রস্তুতি নিলেও সেই সুযোগ পায়নি বাংলাদেশ। বিপিএলের কারণে টি-টোয়েন্টিই ছিল বাংলাদেশের প্রস্তুতির মূল ভরসা। তবে টুর্নামেন্টের মূল পর্বের অভিযান শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানের ‘এ’ দল পাকিস্তান শাহীনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হারিস। তবে বিশ্বকাপের স্কোয়াডে থাকা কেউ নেই এই দলে। তবে আমির জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সুফিয়ান মুকিম ও উসামা মীরের মতো ক্রিকেটাররা আছেন এই স্কোয়াডে।

বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষেও একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান শাহীনস। প্রতিটি ম্যাচের জন্যই ভিন্ন ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আরেকটি দলকে নেতৃত্ব দেবেন শাদাব খান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ হুরায়রা।

আরও পড়ুন:

» শুরুর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ যেসব তারকার

» গণমাধ্যমের কাছে যে অনুরোধ সাব্বিরের

আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান শাহীনস। এরপর ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে হারিসের নেতৃত্বাধীন দলটি। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। একই দিনে করাচিতে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে মোহাম্মদ হুরায়রার দল।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের স্কোয়াড: মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সুফিয়ান মুকিম, উসামা মীর, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ ও শাহিবজাদা ফারহান।

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট