Connect with us
ক্রিকেট

ইংলিশ পরীক্ষার জন্য পাকিস্তানের দল ঘোষণা

Pakistan squad announced for England series
মুলতান টেস্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ছবি- সংগৃহীত

বাইশ গজে সময়টা ভালো কাটছে না পাকিস্তানের। ঘরের মাঠে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজে হেরেই চলছে তারা। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে শান মাসুদের দল। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে তারা।

বাংলাদেশের পর এবার ঘরের মাটিতে পাকিস্তানের ইংলিশ পরীক্ষা। বেন স্টোকসদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে শান মাসুদের দল। আসন্ন এই সিরিজের প্রথম টেস্টের জন্য আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ৭ থেকে ১১ অক্টোবর মুলতানে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। তবে এই টেস্টের দলে বাংলাদেশ সিরিজের থেকে কেবল এক পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন:

» জিম্বাবুয়ের টি-টেন লিগে বিজয়ের দুর্দান্ত ব্যাটিং

» ৫ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ৯ উইকেট নেয়া খুররম শেহজাদ এই সিরিজে থাকছেন না। ইনজুরির কারণে বাদ পড়েছেন এই পেসার। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার নোমান আলী।

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের পর গুঞ্জন ছিল পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। তবে ইংল্যান্ড সিরিজেও শান মাসুদের ওপরই আস্থা রেখেছে পিসিবি।

এদিকে পাকিস্তানে চলমান ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ খেলার সময় চোটে পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ড সিরিজে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তবে প্রথম টেস্টের জন্য তাকে একাদশে রাখা হয়েছে।

প্রথম টেস্টের জন্য পাকিস্তানের দল:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাইম আয়ুব, সালমান আলী আগা, মোহাম্মদ হুরাইরা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), নাসিম শাহ, নোমান আলী, মীর হামজা,আবরার আহমেদ, আমির জামাল এবং শাহীন শাহ আফ্রিদি।

ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট