অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে প্রথম জয়ের দেখা পেল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে লজ্জাজনক হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে দলটি। কানাডাকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে এখনো টিকে রইল বাবর আজমের দল।
মঙ্গলবার (১১ জুন) চলমান টুর্নামেন্টের ২২তম ম্যাচে কানাডার মুখোমুখি হয় পাকিস্তান। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান দলপতি বাবর আজম।
নিউইয়র্কের বোলিংবান্ধব উইকেটে বোলিংয়ে নেমে কানাডাকে ২০ ওভারে ১০৬ রানে আটকে দেয় পাকিস্তান। কানাডার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অ্যারন জনসন। ৪ চার ও ৪ ছয়ের মারে ৪৪ বলে এই রান করেন তিনি।
আরও পড়ুন:
» সাকিবকে নিয়ে শেবাগের সমালোচনা, কড়া জবাব দিলেন ইমরুল
» কানাডার হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলছেন বাবরের সাবেক সতীর্থ
পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির চার ওভারে মাত্র ১৩ রান খরচায় ২টি উইকেট শিকার করেন। এছাড়া হারিস রউফ ২টি এবং শাহীন আফ্রিদি ও নাসিম শাহ ১টি করে উইকেট শিকার করেছেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। দলের হয়ে মোহাম্মদ রিজওয়ান ৫৩ বলে ৫৩ এবং বাবর আজম ৩৩ বলে ৩৩ রান করেন। কানাডার হয়ে দিলন হেইলিগার ২টি ও জেরিমি গর্ডন ১টি উইকেট শিকার করেন।
এই জয়ে ২ পয়েন্ট তালিকার তিনে রয়েছে পাকিস্তান। তবে টুর্নামেন্টে টিকে রইলেও সুপার এইট নিশ্চিতে কঠিন সমীকরণ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। অন্যান্য দলের জয়-পরাজয়ের পাশাপাশি নেট রান রেটে অনেক হিসাব মেলাতে হবে দলটিকে।
ক্রিফোস্পোর্টস/১১জুন২৪/বিটি