Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায় কঠোর অবস্থানে পাকিস্তান

champions trophy security
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ব্যবস্থা। ছবি- সংগৃহীত

২০০৯ সালে পাকিস্তানের লাহোরে ঘটেছিল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা। যা হয়তো সহজে ভুলে যেতে চাইবে না পাকিস্তান। যে কারণে দেশটিতে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট ছিল নির্বাসিত। তবে কালের পরিক্রমায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজের পর এবার আইসিসির ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান।

আর বৈশ্বিক এই টুর্নামেন্টের অংশ নেওয়া প্রতিটি দলের নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক থাকার কথা আয়োজক দেশ পাকিস্তানের। আর হচ্ছে তেমনটাই। প্রায় ২৯ বছর পর দেশটিতে আয়োজন হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্টের কথা মাথায় রেখে অন্তত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানাচ্ছে দেশটির প্রশাসন।

লাহোর ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) উসমান আনোয়ার বলেছেন, ‘দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রিকেট-ভক্তদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’ এছাড়া শহর দুটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যের সংখ্যা জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

তাদের তথ্যমতে, দুটি শহরে সবমিলিয়ে অন্তত ১২ হাজার অফিসার শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। তাদের মধ্যে আছেন ১৮ জন সিনিয়র কর্মকর্তা, ৫৪ জন ডিসিপি, ১৩৫ ইন্সপেক্টর, ১২০০ ঊর্ধ্বতন কর্মকর্তা, ১০৫৫৬ জন কনস্টেবল এবং ২০০ নারী পুলিশ অফিসার।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচসহ আজকের খেলা (১৯ ফেব্রুয়ারি ২৫)

» আগামীকাল শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, খেলা দেখবেন যেভাবে

অন্যদিকে, রয়টার্সের প্রতিবেদনে ম্যাচ হতে যাওয়া তিনটি শহরে ২০ হাজার নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকার কথা জানিয়েছেন পাঞ্জাব প্রদেশের ডেপুটি পুলিশ প্রধান শাহজাদা সুলতান।

সেখানে ডেপুটি পুলিশ প্রধান আরও বলেন বিশিষ্ট ব্যক্তিদের মতোই নিরাপত্তা সেবা পাবেন খেলোয়াড়রা। এছাড়া বিভিন্ন ভবনের ছাদ থেকে সতর্ক অবস্থায় থাকবেন স্নাইপাররা। খেলোয়াড়দের আবাসস্থল এবং যাতায়াত সর্বত্র নজরদারি থাকবে সার্বক্ষণিক। করাচি প্রদেশে জরুরি প্রয়োজনে পুলিশ অতিরিক্ত সোয়াট ইউনিট মোতায়েন রেখেছে।

উল্লেখ্য, আজ ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করতে যাচ্ছে পাকিস্তান। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটিতে সফর করবে না ভারত। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের বাইরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আট দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পর্দা নামবে পরবর্তী ৯ মার্চ।

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট