
আগেই জানা গিয়েছিল, মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। যেখানে তারা খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবার আসন্ন এই সিরিজের সময়সূচি প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত ফরমেটে খেলতে রাজি হয়েছিল উভয় দল। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ শুরু হবে মে মাসের ২৫ তারিখ।
ফয়সাওয়ালা বাদে অনুষ্ঠিত হবে সিরিজের সেই প্রথম ম্যাচ। একই মাঠে পরবর্তী ২৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এদিকে ২০০৮ সালের পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে নির্বাসিত রয়েছে ক্রিকেট। প্রায় ১৭ বছর পর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে এই মাঠে ফিরতে যাচ্ছে খেলা।
আরও পড়ুন:
» তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে, ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি
» ইমরান খান-ওয়াসিম আকরাম-সাকিবের রেকর্ডের লিস্টে মিরাজ
সিরিজের বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে, ১ জুন ও ৩ জুন। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হতে বাংলাদেশ সময় রাত ৯টায়।
আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজ খেলবে বাংলাদেশ দল। এছাড়া পরবর্তী জুলাই মাসেও পাকিস্তানের বিপক্ষেই ৩ ম্যাচের আরও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। অবশ্য সেই সিরিজটি এফটিপির বাইরের।
ক্রিফোস্পোর্টস/৩০ এপ্রিল২৫/এফএএস
