Connect with us
ক্রিকেট

বড় জয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল

বড় জয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ছবি- সংগৃহীত

আজ দুবাইয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৩। যেখানে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে পাকিস্তান। আর প্রথম ম্যাচেই নেপালকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শুভ সূচনা করল পাকিস্তানের যুবারা।

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের ক্রিকেট একাডেমিতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

বোলিংয়ে নেমে মোহাম্মদ জিসানের ৬ উইকেটের কল্যাণে ১৫২ রানের মধ্যেই নেপালকে আটকে দেয় পাকিস্তান। নেপালের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন উত্তম রঙ্গু। এছাড়া দিপেশ কান্দেলের ৩১ ও অর্জুন কুমলের ২১ রানে ভর করে ১৫২ রানের পুজি পায় নেপাল।

১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৬.২ ওভার খেলে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তানের যুবারা। পাকিস্তানের হয়ে দু’টি অর্ধশতক হাকান আযান আওয়াইস এবং সাদ বাইগ। নেপালের হয়ে দুইটি উইকেট নেন গুলশান জা।

এদিকে দিনের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ১৭৩ রান সংগ্রহ করলে ৭৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় যুবারা।

আসরের প্রথম দু’টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। আর দুইয়ে রয়েছে ভারত। আগামীকাল আসরের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং দিনের আরেকটি ম্যাচে জাপানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: নির্ধারিত ওভারের আগেই আলোক স্বল্পতায় শেষ হলো তৃতীয় দিনের খেলা

ক্রিফোস্পোর্টস/০৮ডিসেম্বর২৩/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট