Connect with us
ক্রিকেট

ভারতকে হারিয়ে সেমির পথ খোলা রাখতে চায় পাকিস্তান

India and Pakistan cricket match
ভারত ও পাকিস্তান দল। ছবি- সংগৃহীত

দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের ঘরে ফিরেছে আইসিসির কোন বৈশ্বিক ইভেন্ট। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই খেলছে স্বাগতিক পাকিস্তান। তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হোঁচট খায় তারা। এতে চলমান আসরের সেমিফাইনাল বেশ অনেকটাই কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের জন্য।

এদিকে আগামীকাল টুর্নামেন্টের বহুল কাঙ্খিত ম্যাচে দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে কোন দল এগিয়ে আছে এই ম্যাচে, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিস্তর আলোচনা। এবার সেখানে যুক্ত হলেন খুশদিল শাহ। ভারতকে শক্তিশালী দল হিসেবে আখ্যা করলেন তিনি। তবে তাদের হারিয়েই সেমির আশা বাঁচাতে চান এই পাক ক্রিকেটার।

এক সাক্ষাতকারে খুশদিল বলেছেন, ‘ভারতের বেশ ভালো এবং শক্তিশালী একটা দল আছে। তবে সব দলকেই হারানো সম্ভব। ভারতকেও হারাতে পারি আমরা। যদি সবাই নিজেদের সেরাটা উজার করে দেই, তাহলে অবশ্যই সম্ভব। দলের সবার মাঝে সেই বিশ্বাসটা আছে। ভারত ম্যাচে বিশ্বাসটা ধরে রাখতে পারলে না জেতার কোনো কারণে নেই।’

আরও পড়ুন:

» ভুল সিদ্ধান্তে ভারতের কাছে হেরেছে শান্তরা, বললেন আশরাফুল

» চোট কাটিয়ে পরের ম্যাচে খেলবেন কিনা জানালেন হৃদয়

ভারতকে হারিয়ে সেমির দৌড়ে এগিয়ে যাবে পাকিস্তান, এমনটাই আশা করেন তিনি, ‘ভারত-পাকিস্তান মুখোমুখি হলে সারা বিশ্ব দেখে। যারা চাপ ভালোভাবে সামলাতে পারে তারাই জেতে। আমরা একটা ম্যাচ হারলেও টুর্নামেন্টে টিকে আছি। ভারতকে হারালে পরের রাউন্ডে যেতেও পারি। তাই আমাদের হিসাবের বাইরে রাখবেন না।’

আগামীকাল রোববার বিকেল ৩টায় ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করেছে ভারত। তাই বেশ আত্মবিশ্বাসী ম্যান ইন ব্লুরা। নিজেদের সেরা ছন্দে না থাকলেও ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট