দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টি বাধায় আজ ম্যাচ শুরু হতে হয়েছে বিলম্ব। অবশেষে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ বুধবার বেলা সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার লাল বলের এই ম্যাচ।
রাওয়ালপিন্ডিতে আজ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। তবে বৃষ্টি বাধায় পিছিয়ে যায় ম্যাচের টস। যদিও ঘন্টা খানেকের মধ্যেই থেমে যায় বৃষ্টি। আকাশ পরিস্কার হয়ে সূর্যের দেখা পেতে সময় লাগেনি বেশি। তবে ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু করতে পারিনি ম্যাচ পরিচালকরা। মাঠ পরিদর্শন শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় ম্যাচের টস।
প্রথম টেস্টে এদিন বাংলাদেশের একাদশে রয়েছে ছয় জেনুইন ব্যাটার। সাথে আছে দুই অলরাউন্ডার এবং তিন পেসার। যেখানে টাইগার স্কোয়াডে উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে লিটন কুমার দাসকে। শান্তর নেতৃত্বাধীন দলে স্পিনার হিসেবে হাত ঘোরাবেন দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা এই ম্যাচটি উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এদিকে লাল বলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ও পাকিস্তান খেলেছে ১৩ ম্যাচ। যার মধ্যে ১২ বারই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান, অপর ম্যাচ হয়েছে ড্র। তাই এই সিরিজে বাংলাদেশের সামনে থাকবে প্রথমবারের মতো পকিস্তানকে টেস্টে হারানোর সুযোগ।
প্রথম টেস্টে উভয় দলের একাদশে আছেন যারা :
বাংলাদেশ একাদশ- শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ- আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী।
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত, কোন অবস্থানে বাংলাদেশ?
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/এফএএস