Connect with us
ক্রিকেট

সিরিজের মাঝপথেই নতুন নেতৃত্ব পেল পাকিস্তান নারী ক্রিকেট দল

Pakistan women's cricket team got a new leadership in the middle of the series
সিরিজের মাঝপথেই নতুন নেতৃত্ব পেল পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বর্তমানে পাকিস্তানের ক্রিকেট দল বেশ ব্যস্ত সূচী পার করছে। হোক সেটা জাতীয় পুরুষ ক্রিকেট দল, নারী ক্রিকেট দল বা যুব দল – সবাই তাদের ক্রিকেট সূচী নিয়ে ব্যস্ত। বিশ্বের বিভিন্ন দেশে খেলে বেড়াচ্ছে তারা। এমন পরিস্থিতিতে স্বস্তিতে নেই পিসিবির কর্তা-ব্যক্তিরাও। পুরুষ দলের আবরার আহমেদ ইনজুরিতে পড়ার পর এবার নতুন করে চোটে পড়লেন নারী ওয়ানডে দলের অধিনায়ক নিদা দার।

অস্ট্রেলিয়ায় চোটে পড়া আবরার আহমেদ এর জায়গায় দলে ডাক পেয়েছেন সাজিদ খান। আর নিউজিল্যান্ডে অবস্থান করা পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক নিদা দারের জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ২২ বছর বয়সী ফাতিমা সানা।

এর আগে কিউইদের বিপক্ষে সিরিজে নারী দলের দলপতি ছিলেন নিদা দার। কিন্তু প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়ে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে পড়েন তিনি। তাই ২২ বছর বয়সী এই পেসারকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। ফাতিমা সানা পাকিস্তান নারী দলের ১০ম অধিনায়ক। তবে তৃতীয় ওয়ানডের দায়িত্বও তার কাধে থাকবে কি না তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।

জাতীয় দলে প্রথমবারের মত হলেও এর আগেও দলপতির দায়িত্ব পালন করেছেন এই নারী পেসার। এসিসির উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে দলকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে তার। এছাড়াও পিসিবি ব্লাস্টার্সকে টি-টোয়েন্টি টুর্নামেন্টে শিরোপা জিতিয়েছেন তিনি।

দলের অধিনায়কত্ব পেয়ে ফাতিমার কণ্ঠে উচ্ছ্বাস প্রকাশিত হওয়ার সাথে সাথে নিদা দার চোটে পড়ার জন্য আফসোসও প্রকাশ করতে দেখা যায়। চলতি সিরিজে নারী দলের অধিনায়কের আগেও দিয়ানা বেগ এবং শাওয়াল জুলফিকার চোটে পড়েছিলেন। দিয়ানা বেগ প্র্যাকটিস ম্যাচেই আঙুলের চোটে পড়ায় তাকে সার্জারি করতে হয়। এখন তিনি চার সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।

আরও পড়ুন: পিএসএলে দল পায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটার

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট