চলতি এশিয়া কাপে আজ আবারও ভারত-পাকিস্তান লড়াই।নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকার কলম্বোয় মুখোমুখি হয়েছে দুই চির-প্রতিদ্বন্দ্বী দল। সুপার ফোরের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে পাকিস্তান। ব্যাটিংয়ে ভারত।
এবারের এশিয়া কাপে আগেও একবার দেখা হয়েছিলো ভারত-পাকিস্তানের। সেটা শ্রীলংকার পাল্লেকেলেতে গ্রুপ পর্বে। সে ম্যাচে ভারত শুরুর বিপর্যয় কাটিয়ে পাকিস্তানকে ২৬৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছিলো। কিন্তু বৃষ্টিতে পাকিস্তান ব্যাটিংয়েই নামতে পারেনি। ভারত আজ শ্রেয়ার আয়ারকে বাদ দিয়েছে। একাদশে এসেছেন লোকেশ রাহুল।
আজও কলম্বোতে আবহাওয়ার পূর্বাভাসে প্রায় ৯০ ভাগ বৃষ্টির সম্ভবনা থাকায় ম্যাচটির জন্য রির্জাভ ডে রাখা হয়েছে। সুপার ফোরে ভারতের এটি প্রথম ম্যাচ। অন্যদিকে পাকিস্তান সুপার ফোরে খেলবে তাদের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারানোয় বাবর আজমরা আজ ভারতের বিপক্ষে জয় পেলে তাদের ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
পাকিস্তান একাদশ: ফখর, ইমাম, বাবর, রিজওয়ান, সালমান, ইফতিখার, শাদাব, ফাহিম আশরাফ, শাহীন, নাসিম শাহ ও হারিস রউফ।
ভারত একাদশ: রোহিত, শুভমান, কোহলি, ইশান, রাহুল, হার্দিক, জাদেজা, কুলদ্বীপ, শার্দুল, বুমরাহ ও সিরাজ।
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় আবারও হার সাকিবদের, রেকর্ড শ্রীলঙ্কার
ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৩/এজে