
অভিষেকের পর থেকেই আলোচনায় ছিলেন না পাকিস্তানের তরুণ ব্যাটার হাসান নেওয়াজ। প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়ে যেন নিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে তৃতীয় ম্যাচেই বাজিমাত! মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করে পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েন তিনি, দলকেও এনে দেন সিরিজের একমাত্র জয়। কিন্তু এই উত্থানের গল্প খুব বেশিদিন টেকেনি।
সিরিজের শেষ দুই ম্যাচে হাসান আবার ব্যর্থতার চক্রে পড়ে যান। এক ম্যাচে মাত্র ১ রান করার পর পরের ম্যাচে ফের শূন্য রানে আউট হন। ফলে পাঁচ ম্যাচের সিরিজে তিনবার ডাক মেরে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজে তিনবার শূন্য রানে আউট হওয়া প্রথম পাকিস্তানি ওপেনার হিসেবে নেওয়াজের নাম উঠেছে রেকর্ডবইয়ে। এর আগে পাকিস্তানের হয়ে এক সিরিজে সর্বোচ্চ দুটি করে ডাক মেরেছিলেন শাহজাইব হাসান, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ রিজওয়ান। এবার তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন হাসান নেওয়াজ।
আরও পড়ুন:
» ভারতকে রুখে দিয়ে আসা হামজা আজ বাংলাদেশ ছাড়বেন
» ড্র করলেও বাংলাদেশের লক্ষ্য এশিয়ান কাপ খেলা
নেওয়াজের ব্যর্থতার দিনেই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১২৮ রান তোলে তারা। অধিনায়ক সালমান আলি আগার সর্বোচ্চ ৫১ রান করেন, আর শাদাব খান যোগ করেন ২৮ রান।
এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনাররা যেন ঝড় বইয়ে দেন। বিশেষ করে টিম সেইফার্ট মাত্র ৩৮ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে একাই ম্যাচের ফয়সালা করে দেন। তার সঙ্গে ফিন অ্যালেনও ছিলেন আগ্রাসী মেজাজে, মাত্র ১২ বলে করেন ২৭ রান। কোনো সুযোগই দেয়নি কিউই ব্যাটাররা, মাত্র ১০ ওভারেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৫/এফএএস
