Connect with us
ক্রিকেট

বিপিএলে খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরছেন পাক ক্রিকেটার!

Khusdil Shah in BpL for Rangpur Riders
বিপিএলে খুশদিল শাহ। ছবি- রংপুর রাইডার্স

২০২২ সালের পর পাকিস্তানের হয়ে ওয়ানডে ফরমেটে মাঠে নামার সুযোগ পাননি খুশদিল শাহ। গেল বছর তো কোন ফরমেটেই খেলেননি আন্তর্জাতিক ক্রিকেট। এমন ক্রিকেটার হুট করে ঢুকে পড়বেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তা হয়তো চিন্তা করবেন না অনেকেই। তবে দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, বিপিএলের সুবাদে এমনটাই হতে চলেছে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।

এরই মধ্যে আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য সকল দল নিজেদের ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষনা করলেও পাকিস্তান দিয়েছে ১৮ সদস্যের দল। তবে বিশাল এই স্কোয়াডেও জায়গা হয়নি খুশদিল শাহর। ১২ ফেব্রুয়ারির মধ্যে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান। তবে সেখানেই আসতে পারে চমক, বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশে চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ। যেখানে তিনি দেখাচ্ছেন অতিমানবীয় পারফরম্যান্স। বিপিএলে তার দলের মত তিনি নিজেও উড়ছেন রীতিমতো। তার ব্যাটে বলে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স নজর এড়ায়নি পিসিবি নির্বাচকদের। আর তাই চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে খুশদিলের ফেরা নিয়ে উঠেছে জোরালো গুঞ্জন।


আরও পড়ুন:

» ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ : বাছাইপর্বে বাংলাদেশের ৫ প্রতিপক্ষ

» ভিনিসিয়ুস এবার সৌদি ক্লাবের রাডারে, অবিশ্বাস্য প্রস্তাবের আভাস


রংপুর রাইডার্সের হয়ে চলমান বিপিএলে এখন পর্যন্ত ৭ ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেছেন খুশদিল শাহ। যেখানে তার ব্যাট থেকে এসেছে প্রায় ৭২ গড়ে ২৮৮ রান। আর খেলেছেন প্রায় ১৯০ এর কাছাকাছি স্ট্রাইকরেটে। বল করেছেন ৮ ইনিংসে। যেখানে তিনি শিকার করেছেন প্রতিপক্ষের ১৪ উইকেট। ইকোনোমি রেট ছয়ের কিছুটা ওপরে। এমন অলরাউন্ড পারফরম্যান্স নিশ্চয়ই ফেলে দেয়ার মতো নয়।

এদিকে নিজের ভালো ফর্মে থাকার পাশাপাশি জাতীয় দলের ইনজুরি সঙ্কটের কারণেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফেরার সম্ভাবনা বেড়েছে খুশদিল শাহর। কেননা চোটের কারণে আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে দলে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সাইম আইয়ুবের। শঙ্কা আছে আব্দুল্লাহ শফিক ও শান মাসুদকে নিয়েও। আর তাই দীর্ঘদিন পর খুশদিল ফিরতে পারেন জাতীয় দলে।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এরই মধ্যে নানা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রকাশ করছে দেশটির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়া ১৫ সদস্যের চূড়ান্ত দল। যেখানে নাম দেখা যাচ্ছে খুশদিল শাহর। বলা হচ্ছে আগামী দু-একদিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা করতে পারে পাকিস্তান। শেষ পর্যন্ত খুশদিল সুযোগ পাবেন কিনা, তা বলে দেবে সময়ই। আর যদি পান তবে ধন্যবাদ দিতেই পারেন বিপিএলকে।

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট