Connect with us
ক্রিকেট

ফিটনেস টেস্ট ছাড়াই খেলছে পাকিস্তানি ক্রিকেটাররা, মন্তব্য হাফিজের

Mohamad Hafeez
মোহাম্মদ হাফিজ। ছবি- সংগৃহীত

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন মোহাম্মদ হাফিজ। সদ্য বিদায়ী প্রধান কোচ বলেন, পাকিস্তানি ক্রিকেটাররা কোনো ফিটনেস টেস্ট না দিয়েই দলে খেলে যাচ্ছেন। ক্রিকেট শো দ্য প্যাভিলিয়নে এমন মন্তব্য করেছেন সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার।

খেলোয়াড়দের নিয়মিত ফিটনেস টেস্ট দিয়েই জাতীয় দলের জায়গা টিকিয়ে রাখতে হয়। এক্ষেত্রে বিপ টেস্ট, ইয়ো ইয়ো টেস্টের মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ক্রিকেটারদের।

পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে এর আগেও অভিযোগ এনেছেন ওয়াসিম আকরাম। ভারতে ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি বলেছিলেন, ফিটনেস টেস্ট না দিয়েই দলে খেলে যাচ্ছে ক্রিকেটাররা। এবার একই অভিযোগ করলেন হাফিজ।

দ্য প্যাভিলিয়ন শো তে হাফিজ বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে খেলোয়াড়দের ফিটনেসের যত্ন নিতে বলেছিলাম। সেখানে ট্রেইনারকে খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি আমাকে চমকে ওঠার মতো কথা বলেন। ছয় মাস আগে অধিনায়ক (বাবর) ও ডিরেক্টর (আর্থার) বলেছিলেন, খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা বন্ধ করে যেভাবে চান সেভাবে খেলতে দিতে।’

হাফিজ আরও বলেন, ‘খেলোয়াড়দের চর্বির মাত্রা পরীক্ষা করার পর দেখা যায় তাদের সবার ত্বকের ভাঁজ বেশি। তারা খেলার অযোগ্য ছিল। এমনকি তাদের মধ্যে কেউ কেউ ২ কিলো মিটার ট্রায়ালও সম্পূর্ণ করতে পারেনি। ৬ মাস আগের এই সিদ্ধান্তটি ফিটনেসের জন্য নির্ধারিত মানদণ্ডকে অমান্য করেছে। ফিটনেস এমন হলে পরাজিত হওয়াটা নির্ধারিত। ’

ভারত বিশ্বকাপের পরপরই পাকিস্তানের কোচিং স্টাফে অনেক পরিবর্তন আসে। তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পান হাফিজ। তার অধীনে দুটি সিরিজ খেলেছে পাকিস্তান। যেখানে অস্ট্রেলিয়া সফরে টেস্টে হোয়াইটওয়াশ এবং নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান।

আরও পড়ুন: রেকর্ড রানের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আফগানিস্তানের চমক

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট