এবারের ভারত বিশ্বকাপ নানা রকম সমালোচনায় জর্জরিত। উদ্বোধনী অনুষ্ঠান না হওয়া এই বিশ্বকাপে ভিসা নিয়েও কম নাটক হয়নি। পাকিস্তানের খেলোয়াড় থেকে শুরু করে সাংবাদিক সবাইকেই ভিসা জটিলতায় পরতে হয়েছে। অনেক সাংবাদিক এখনো ভিসা পাননি।
এদিকে পাকিস্তানের জনপ্রিয় রিপোর্টার জয়নব আব্বাসকে ভারত ছাড়তে হয়েছে। আইসিসি থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ভারতীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
জানা গেছে, চলতি বিশ্বকাপে উপস্থাপনা করার কথা ছিল জয়নবের। কিন্তু এর আগেই ভারত ছাড়তে হলো তাকে। বর্তমানে দুবাই অবস্থান করছেন তিনি।
মূলত ৯ বছর আগে জয়নব এক টুইটে হিন্দু-বিদ্বেষী পোস্ট করেন। এরই প্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ভিনেত জিনদাল তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এদিকে সমালোচনা এড়াতেই জয়নবকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে যে সমীকরণে বাদ যেতে পারেন মাহমুদউল্লাহ
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/এমকে/এসএ