Connect with us
ক্রিকেট

পিএসএলে রানার ‘গতির ঝড়’ দেখতে মুখিয়ে আছে পাকিস্তানিরা

Nahid Rana_PSL
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলতে যাবেন রানা। ছবি- সংগৃহীত

সদ্য মাঠে গড়িয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি লিগে এবার বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন ৩ ক্রিকেটার। তবে শুরুতেই চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন টাইগার ব্যাটার লিটন কুমার। ফলে প্রথমবার পিএসএল খেলতে গিয়ে হতাশ হয়েই ফিরতে হয়েছে এই তারকা ব্যাটারকে।

পিএসএলে করাচি কিংসের জার্সিতে মাঠে নামা না হলেও দেশে ফিরে আসরটি ঘিরে নিজের অল্প কয়েকদিনের অভিজ্ঞতা গণমাধ্যমকে জানিয়েছেন লিটন। তিনি মনে করেন, টুর্নামেন্টটির সুযোগ-সুবিধা বেশ ভালো। সেখানে প্র্যাকটিস থেকে শুরু করে সবকিছুই বেশ গোছানো।

লিটন বলেন, ‘ওখানে সুযোগ-সুবিধাও খুব ভালো। আমি মাত্র একদিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয়েছে সুযোগ-সুবিধা খুব ভালো। কিছু ম্যাচ খেলতে পারলে আরও ভালোভাবে বুঝতে পারতাম। তবে আমার কাছে মনে হয়েছে, তারা দল হিসেবে খুবই গোছানো এবং প্র্যাকটিস থেকে সবকিছুই বেশ গোছানো।’

আরও পড়ুন:

» রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে বড় উন্নতি বেঙ্গালুরুর

» নিষেধাজ্ঞা প্রত্যাহারের আপিলের পর উল্টো শাস্তি বাড়ল হৃদয়ের 

লিটনের পিএসএল শেষ হলেও রিশাদ হোসেন ও নাহিদ রানার সামনে খেলার সুযোগ রয়েছে। ইতোমধ্যে পিএসএল খেলতে পাকিস্তানে পাড়ি জমিয়েছেন রিশাদ। তবে প্রথম ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে রাখা হয়নি তাকে। তবে পাকিস্তানি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন গতি তারকা নাহিদ রানা। তাকে পেশোয়ার জালমির জার্সিতে দেখতে মুখিয়ে আছেন অনেকেই। যা বুঝতে পেরেছেন লিটন।

তিনি বলেন, ‘পাকিস্তানের এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশি ক্রিকেটারদের সম্পর্কে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশি খেলোয়াড়রা যখন সেখানে যায়, তখন কথাবার্তা হয়—বিশেষ করে রানার (নাহিদ রানা) কথা বেশি বলে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে রানা দুর্দান্ত বোলিং করেছিল। তাই ওরা ওকে ভালো করেই চেনে। মূলত এসব বিষয় নিয়েই আলোচনা হচ্ছিল—কে কবে আসবে না আসবে।’

তবে নাহিদকে পিএসএল খেলতে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী ২০ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচ শেষেই পাকিস্তান পাড়ি জমাবেন রানা।

ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট