Connect with us
ক্রিকেট

৭ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয় পাকিস্তানের

team australia
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৪ ওভারের খেলা। ব্যাট চালিয়ে খেলতে হবে প্রায় প্রতিটি বলেই। আক্রমণাত্মক ভঙ্গিতে যে দল খেলতে পারবে সেই দলের জেতার সম্ভাবনা বেশি থাকবে।

এমন একটা ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছে রীতিমতো নাকানিচুবানি খেয়েছেন পাকিস্তানি ব্যাটাররা। এ ম্যাচে অজিদের  ২৯ রানে হেরে সিরিজ শুরু করল সফরকারীরা।

ব্রিসবেনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। বৃষ্টির কারণে খেলা মাঠে গড়াতে দেরি হলে শেষ পর্যন্ত ৭ ওভার করে খেলানোর সিদ্ধান্ত হয়।

এ দিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। দলীয় ১৬ রানে জ্যাক ফ্রেসার ম্যাগার্ককে হারান তারা। তবে এরপর পাকিস্তানি বোলারদের উপর তান্ডব চালান হার্ড হিটার ব্যাটার গ্লিন ম্যাক্সওয়েল। মাত্র ১৯ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ব্যাটার। শেষ দিকে মার্কাস স্টায়নিসের ৭ বলে ২১ রানের ইনিংসের উপর ভর করে ৭ ওভারে ৯৪ রান তুলেন স্বাগতিকরা।

জবাব ব্যাট করতে নেয়ে অজি বোলারদের তোপের মুখে পড়েন পাকিস্তানি ব্যাটাররা। মাত্র ১৫ রানে ৫ উইকেটের পতন হয় তাদের। পাকিস্তানের ব্যাটিং অর্ডারের প্রথম ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

এই দিন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ফিরেছেন শূন্য রানে। ৩ রান করেন বাবর। পেসার আব্বাস আফ্রিদির ১০ বলে ২০ রান এবং আফ্রিদির ৬ বলে ১২ রানের উপর ভর করে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। ফলে ২৯ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লেন বাবর-রিজওয়ানরা।

আরও পড়ুনঃ প্রবেশাধিকার নেই, তবুও মেসির জার্সি মাঠে দেখার আশা স্কালোনির

ক্রিফোস্পোর্টস/১৪ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট