Connect with us
ক্রিকেট

বিরল নজির গড়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তি

Pakistan in Champions trophy
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান। ছবি- ক্রিকইনফো

প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছিল পাকিস্তানের। নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার কথা ছিল স্বাগতিকদের। তবে শেষ পর্যন্ত বৃষ্টি বাধায় আর হয়নি খেলা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আর এতেই বিরল এক নজির গড়েছে পাকিস্তান।

পাকিস্তানের মাটিতে প্রায় দীর্ঘ ২৯ বছরপর  অনুষ্ঠিত হচ্ছে আইসিসির কোন বৈশ্বিক ইভেন্ট। দেশটিতে চলমান রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এর পূর্বের আট আসরে যা ঘটেনি, তাই ঘটালো পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম কোন স্বাগতিক দল গোটা টুর্নামেন্টে কোন ম্যাচ না জিতেই সমাপ্ত করল আসর।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতবার গ্রুপ পর্ব পদ্ধতিতে খেলা হয়েছে, কখনও এমন হয়নি যে স্বাগতিক দেশ কোন ম্যাচ না জিতে বিদায় নিয়েছে। তবে এবার তেমন ঘটনারই সাক্ষী হল ক্রিকেট বিশ্ব। ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পাকিস্তান। অবশ্য দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে তাদের খেলতে হয়েছে দুবাইয়ের মাটিতে।

আরও পড়ুন:

» পাকিস্তানের উপরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ

» বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ভেসে যাওয়ায় হতাশ শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে পরাজয়ের স্বাদ বরণ করতে হয়েছিল পাকিস্তানকে। যেখানে ৬০ রানের জয় তুলে নিয়েছিল কিউইরা। পরের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। যেখানে তারা পরাজিত হয় ৬ উইকেটের ব্যবধানে।

আজ বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ এবং তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত আর সেই ম্যাচ গড়ায়নি মাঠে। তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপ-১ টেবিলের তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করল গতবারের চ্যাম্পিয়নরা। আর এতে স্বাগতিক দেশ হিসেবে নতুন উদাহরণ তৈরি করল পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট