Connect with us
ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটে দায়িত্ব পাচ্ছেন পাকিস্তানের সাবেক এই তারকা?

Ijaz Ahmed
ইজাজ আহমেদ। ছবি- সংগৃহীত

সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুব দলের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল। তার বিদায়ের পর যুবাদের জন্য নতুন কোচের সন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুবাদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার ইজাজ আহমেদ।

বিসিবি সূত্রে জানা যায়, ইজাজ ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ নাভিদ নেওয়াজ ও ওয়াসিম জাফরেরও এই লিস্টে নাম ছিল। তবে কোচ হওয়ার দৌড়ে তাদের দুজনের চেয়ে ইজাজ আহমেদ এগিয়ে রয়েছেন।

নাভিদ নেওয়াজের অধীনে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জয়ে করে বাংলাদেশ। পরবর্তীতে ২০২২ বিশ্বকাপে তার অধীনে আশানুরূপ ফলাফল করেনি বাংলাদেশ। যে কারণে এই শ্রীলঙ্কানের সঙ্গে আর মেয়াদ বাড়ায়নি বিসিবি। বর্তমানে তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে যুক্ত আছে। তাই পুনরায় তাকে নিয়োগ দেয়ার ব্যাপারে ভাবছে না বিসিবি।

এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুই মেয়াদে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ওয়াসিম জাফর। তবে এই ভারতীয়কে প্রধান কোচ হিসেবে পরিকল্পনায় রাখেনি বিসিবি। যে কারণে বাংলাদেশ যুব দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পাকিস্তানের স্বর্ণযুগের ক্রিকেটার ইজাজ আহমেদ।

কোচিং ক্যারিয়ারে যোগ্যতা এবং অভিজ্ঞতার বিচারেও সমৃদ্ধ ইজাজ। ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় নিযুক্ত হন তিনি। ২০০৯ সালে পাকিস্তান ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন তিনি। ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অধীনে রানার্সআপ হয়েছিল পাকিস্তানের যুবারা।

এছাড়া পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ও সহকারী কোচ হিসেবেও কয়েকটি সিরিজে তিনি দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে পুনরায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ইজাজ। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাবেক এই তারকা।

আরও পড়ুন: বিশ্বকাপে কোন দলের জার্সি সবচেয়ে আকর্ষণীয় হলো? 

ক্রিফোস্পোর্টস/২৯মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট