পার্থ টেস্ট জিততে হলে কার্যত রেকর্ডই গড়তে হতো পাকিস্তানকে। কিন্তু সে সম্ভাবনার ছিটেফোঁটা টুকুও বাঁচিয়ে রাখলো না বাবর আজমরা। পার্থ টেস্টে আজ চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। আর পাকিস্তানের এই বড় হারের সুবাদে সুসংবাদ পেল তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় এত দিন ধরে শীর্ষে অবস্থান করছিল পাকিস্তান। কিন্তু আজ তাদের হারের পর তালিকায় শান মাসুদের দলকে টপকে শীর্ষে উঠে এসেছে রোহিত শর্মার ভারত। দু’দলেরই পয়েন্ট সমান ৬৬.৬৭। কিন্তু ভারতের চেয়ে পাকিস্তানের ম্যাচ সংখ্যা বেশি হওয়ায় দুইয়ে নেমে গেছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন এই চক্রে এখন পর্যন্ত ৩ টি ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে ১ টি ম্যাচ হেরেছে ম্যান ইন গ্রীনরা। পাকিস্তানের পয়েন্ট ২৪।
অন্য দিকে ভারত মোট দু’টি টেস্ট ম্যাচ খেলে একটিতে জিতলেও অন্যটি ড্র করেছে। ফলে তাদেরও সমান ৬৬.৬৭ পয়েন্ট। এখন পর্যন্ত আইসিসি মোট দুইটি টেস্ট চ্যাম্পিয়নশীপের আয়োজন করেছে যার মধ্যে দু’বারই আসরটির ফাইনালে খেলেছে ভারত। কিন্তু প্রতিবারই হারতে হয়েছে তাদের। প্রথম ফাইনালে হারে নিউজিল্যান্ডের কাছে আর সবশেষ ফাইনাল হেরেছে চলতি বছরেই অস্ট্রেলিয়ার কাছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকদের ৪৮৭ রানে অলআউট করে পাকিস্তান। বাবর আজমদের প্রথম ইনিংস শেষ হয় ২৭১ রানে। কিন্তু সফরকারীদের ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ২৩৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করে অজিরা। পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৫০ রান। ৪৫০ রানের রেকর্ড রান তাড়ায় নেমে আজ দিনের তৃতীয় সেশনে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। শেষমেশ ৩০.২ ওভারে মাত্র ৮৯ রানেই অলআউট হয়ে যায় শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দল।
আরও পড়ুন: পাকিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করাচ্ছে অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৩/এমএস/এসএ