Connect with us
ক্রিকেট

পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি, থাকছেন ক্রিকেটার-কোচরাও

পাকিস্তান দল। ছবি- ক্রিকইনফো

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল পাকিস্তান ক্রিকেটে। আর সেই ধারাবাহিকতায় সবার আগে চাকরি হারিয়েছেন দলের দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক। তাদের বহিষ্কারের তিন দিনের মাথায় নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে নতুন এই কমিটি ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেই প্যানেলে জায়গা পেয়েছেন সাবেক দুই পাক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। এছাড়াও এই নির্বাচক কমিটিতে থাকবেন পাকিস্তান দলের দুই কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেন এবং দলের লাল ও সাদা বলের অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম।

কোচ এবং অধিনায়ক সকলেই ক্রিকেটার নির্বাচনে নিজেদের ভোট দেওয়ার অধিকার রাখবেন। এছাড়া এই কমিটিতে সহকারী কোচ আজহার মাহমুদ এবং আরও চার সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। অবশ্য তাদের কারো থাকবে না ক্রিকেটার নির্বাচনে ভোটের অধিকার। তবে সকলেই দল গঠনে নিজেদের মতামত জানাতে পারবেন।

আগের নির্বাচক প্যানেলে থাকা বিলাল আফজাল, অ্যানালিস্ট হাসান চিমা ও ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট উসমান ওয়াহলাকে কমেডি থেকে বাদ দেওয়া হয়েছে। অবশ্য বিলাল আফজালকে ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্বে রাখা হয়েছে। আসন্ন বাংলাদেশ সিরিজ মাথায় আনুষ্ঠানিক কাজ শুরু করবে নতুন নির্বাচক প্যানেল। দল ঘোষণার পর শুরু হবে পাকিস্তান দলের ফিটনেস ক্যাম্প।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছেও হেরেছে তারা। এতে শুরু হয় সমালোচনা। তাই বোর্ডে বড় পরিবর্তন ঘটার আভাস পাওয়া যায়; যার শুরুটা হয়েছে নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বহিষ্কার করে। গেল বুধবার এক অফিসিয়াল বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিল পিসিবি।

বিবৃতিতে পিসিবি উল্লেখ করেছিল, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ নিশ্চিত করেছে, আবদুল রাজ্জাক এবং ওয়াহাব রিয়াজকে তারা জানিয়ে দিয়েছে যে জাতীয় নির্বাচন কমিটির প্যানেলে তাদের দায়িত্ব পালনের আর কোন প্রয়োজন হবে না। আব্দুর রাজ্জাক পুরুষ ও মহিলা নির্বাচক কমিটির সদস্য ছিলেন, আর ওয়াহাব পুরুষ নির্বাচন কমিটির সদস্য ছিলেন।’

আরও পড়ুন: টানা দ্বিতীয় উইম্বলডনের ফাইনালে জোকোভিচ-আলকারাজ

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট