জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। প্রথমদিকে তেমন বিদেশি তারকা ক্রিকেটারদের না পেলেও আসরে মাঝামাঝি সময়ে এসে বড় বড় বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। এবার ধারাভাষ্য প্যানেলকে সমৃদ্ধ করতে আসছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে বিপিএলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন রমিজ রাজা। পোস্টে লিখেন, পিএসএলে ফিরে আসার শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ। আমি অভিভূত। আমি ইতোমধ্যে বিপিএলের সঙ্গে চুক্তি করে ফেলেছি, তাই রাওয়ালপিন্ডির শেষ পর্বে পিএসএলে যোগ দেব। আশা করছি দারুণ একটা টুর্নামেন্টে হবে।
অবশ্য বিপিএল শুরুর আগেই ধারাভাষ্য প্যানেলে যোগ দেয়ার কথা ছিল রমিজ রাজার। তবে তা আর হয়ে উঠেনি।
চলতি মাসের ১৭ তারিখ শুরু হবে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে পিএসএল। ধারণা করা হচ্ছিল পিএসএল থাকার কারণেই বিপিএলে আসতে পারবেন না রমিজ রাজা। অবশেষে নিজেই জানালেন, পিএসএল রেখে আপাতত বিপিএলেই কন্ঠ দেবেন এই কিংবদন্তি।
বিপিএলের ধারাভাষ্য প্যানেলে রয়েছেন আরেক পাকিস্তানি আমির সোহেল। শীঘ্রই ধারাভাষ্য প্যানেলে দুজনকে একসাথে দেখা যাবে।
আরও পড়ুন: তাওহীদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে কুমিল্লার সহজ জয়
ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/এমটি