Connect with us
ক্রিকেট

শাহীনকে অধিনায়ক করে পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

Pakistan's T20 team announced with Shaheen as captain
১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। ছবি- সংগৃহীত

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কারণে জাতীয় দলের তিন সংস্করণের নেতৃত্ব থেকেই ইস্তফা দেন বাবর আজম। এরপরই টেস্ট ও ওয়ানডে ফরমেটের জন্য নতুন অধিনায়ক বেছে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যে শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের সংস্করণ খেলতে মাঠে নামবে পাকিস্তান।

সামনের টি-টোয়েন্টি সিরিজের জন্য শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। আসন্ন সিরিজ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ হারিস এবং চোটাক্রান্ত অলরাউন্ডার শাদাব খান।

আগামী মাসের ১২ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠ নামছে পাকিস্তান। সে সিরিজে সাবেক অধিনায়ক বাবর আজমও শাহীন আফ্রিদির নেতৃত্বে মাঠে নামবেন। আসন্ন সিরিজে স্কোয়াডে ডাক পেয়েছেন জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা আব্বাস আফ্রিদি এবং হাসিবুল্লাহ খান।

এছাড়া শাহিবজাদা ফারহানকেও পাঁচ বছর পর টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে। সবশেষ ২০১৮ সালে জাতীয় দলের হয়ে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন শাহিবজাদা। কিন্তু সেবার ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি।

এছাড়াও ডাক পেয়েছেন ৮ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সায়েম আইয়ুব এবং ৫ টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা থাকা বিধ্বংসী ব্যাটার আজম খান। ম্যাচে সুযোগ পেলে বাবর-রিজওয়ানদের সঙ্গে তাদেরও খেলতে দেখা যাবে।

সদ্য নিয়োগ পাওয়া পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমরা নিউজিল্যান্ড সিরিজে হারিসকে বিশ্রাম দিয়েছি। আমরা তার সামর্থ্য সম্পর্কে অবগত এবং সে আমাদের পরিকল্পনাতেও আছে। আর ঘরেয়া ক্রিকেটে ভাল পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দিতে আমরা হারিসকে বিশ্রাম দিয়েছি। শাদাবও টি-টোয়েন্টিতে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইনজুরির কারণে সে দলের বাইরে আছে।’

আগামী ১২ জানুয়ারী নিউজিল্যান্ডের অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। এরপর ১৪ জানুয়ারী হ্যামিল্টনে, ১৭ তারিখ ডানেডিন এবং ১৯ ও ২১ জানুয়ারী শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। কিউই সিরিজের আগে ২৫ ডিসেম্বর দল লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমীতে প্রস্তুতি ক্যাম্প করবে।

পাকিস্তান স্কোয়াড :

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, সায়েম আইয়ুব, আজম খান,  শাহিবজাদা ফারহান, হাসিবুল্লাহ খান, আমের জামাল, আব্বাস আফ্রিদি, ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ, উসামা মির, আবরার আহমেদ, হারিস রউফ ও জামান খান।

আরও পড়ুন: আইপিএল নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট