বাংলাদেশের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে ভারত। গোয়ালিয়রে টাইগারদের দেয়া ১২৮ রানের টার্গেট ৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। এই ম্যাচের পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেসার আর্শদীপ সিংয়ের।
আজ বুধবার (৯ অক্টোবর) সদ্য হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পান্ডিয়ার। চার ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পান্ডিয়া। ব্যাট হাতে ১৬ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি বল হাতে ১টি উইকেটও নিয়েছেন এই তারকা।
আরও পড়ুন:
» বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেমন থাকবে আবহাওয়া?
» সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ জিশানের
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ দুইয়ে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে অবস্থান করছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। দ্বিতীয় স্থানে রয়েছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। তবে একধাপ করে পিছিয়ে যথাক্রমে চার ও পাঁচ নম্বরে অবস্থান করছেন মার্কাস স্টয়নিস ও সিকান্দার রাজা।
এদিকে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় বড় চমক দেখিয়েছেন পেসার আর্শদীপ সিং। ৮ ধাপ এগিয়ে আনরিখ নরকিয়ার সঙ্গে যৌথভাবে ৮ নম্বরে অবস্থান করছেন এই পেসার। ভারতীয় বোলারদের মধ্যে এটাই সেরা অবস্থান।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ সাতের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। বরাবরের মতো শীর্ষে অবস্থান ইংল্যান্ডের আদিল রশিদ। এছাড়া দুইয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেইন এবং তিনে অবস্থান করছেন আফগানিস্তানের রশিদ খান।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৪/বিটি