Connect with us
ক্রিকেট

বিসিবির সভাপতি পদ থেকে সরে যেতে রাজি পাপন!

Papon agreed to step down as president of BCB!
নাজমুল হাসান পাপন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। তবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেও ক্রিকেটের উন্নতিতে তার কাজ প্রশ্নবিদ্ধ। পূর্বে এ নিয়ে কেউ কথা না বললেও সরকার পতনের পর থেকে মুখ খেলেছেন অনেকেই। তার অধীনে বিসিবিতে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠেছে।

সম্প্রতি বিসিবি সভাপতি সহ সকল অযোগ্য বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দেশের ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটপ্রেমীরা। অবশেষে তাদের জন্য সুখবর আসতে চলেছে। বিসিবির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন পাপন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির একজন পরিচালক।

তিনি বলেন, পাপন ভাই পদত্যাগ করতে রাজি আছেন। তিনি সভাপতির পদ থেকে সরে যেতে চান। তবে তিনি কখন পদত্যাগ করবেন সেটা জানি না। এ বিষয়ে তিনি বিসিবির সিনিয়র পরিচালকদের সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুন:

» প্রথম টেস্টে বাংলাদেশ দলের কম্বিনেশন কেমন হবে, জানালেন মুশতাক

» বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করতে পারাটা সম্মানের: মুশতাক 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। যাদের কাজ প্রশ্নবিদ্ধ ছিল তাদের মধ্যে কেউ কেউ নিজ থেকেই পদত্যাগ করেছেন। যারা এখনো পদে বহাল আছে তাদের পদত্যাগের দাবি উঠেছে। তবে ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন পাপন সহ বিসিবির বেশ কয়েকজন পরিচালক। এর ফলে বিসিবির কার্যক্রম অনেকটা ব্যাহত হয়েছে।

বিসিবি সভাপতির অনুপস্থিতিতে এর দায়িত্ব গিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। সামনেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বসার কথা রয়েছে বাংলাদেশে। তবে দেশের এমন পরিস্থিতিতে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তবে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আশ্বাস দিয়েছেন বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে আয়োজনের যথাযথ চেষ্টা করা হবে। এ নিয়ে শীঘ্রই নতুন সিদ্ধান্ত আসবে।

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট