Connect with us
ক্রিকেট

সাকিবকে নেতৃত্ব থেকে সরানোর ব্যাখ্যা দিলেন পাপন

Shakib al hasan and Nazmul hasan papon
সাকিব আল হাসান এবং নাজমুল হাসান পাপন। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি এবং টেস্টে আগে থেকে অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছিলেন সাকিব আল হাসান। গেল ভারত বিশ্বকাপে ওয়ানডে দলের দায়িত্বও পড়ে তার কাধেই। তবে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। তাই তার অনুপস্থিতিতে দলে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এবার সব ফরমেট থেকেই সাকিবকে সরিয়ে অধিনায়কত্বের ভার দেয়া হল শান্তকে।

অবশ্য বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দলের চাওয়ায় অধিনায়ক হয়েছেন তিনি। বিশ্বকাপের পর আর একদিনও থাকতে চান না এই দায়িত্বে। এদিকে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বগুড়া-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন সাকিব। তাই ভাবা হয়েছিল কেবল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়তে পারেন তিনি।

তবে শেষ পর্যন্ত সকল ফরমেটেই নেতৃত্বের দায়িত্বে এসেছে পরিবর্তন। গতকাল বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বলেন, ‘ওর (সাকিব) সঙ্গে এখন অবধি কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে; ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। আসলে ওর এভেইলেবেলেটিটা আমরা নিশ্চিত না।’ 

তবে অধিনায়ক হিসেবে সাকিবের সবসময় নিজেদের পছন্দের তালিকার শীর্ষ থাকার কথা জানিয়েছেন পাপন, ‘অবশ্যই অধিনায়ক হিসেবে ও আমাদের প্রথম পছন্দ সবসময়ই ছিল, এখনও আছে।’ তবে তাকে পাওয়া না-পাওয়া নিয়ে কোনও অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না বলেই তার পরিবর্তে নাজমুল হোসেন শান্তর ওপরই ভরসা রাখছে বিসিবি।

বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়ক চূড়ান্ত করতে বেশি দেরি করতে চাননি বলেও জানান, ‘দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন স্মুথলি দলটা চলতে পারে; সেজন্য এই নামটা আমরা ঘোষণা করে দিয়েছি।’

অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে গেলেও ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটেই আছেন সাকিব। এছাড়াও পরিবর্তন এসেছে বিসিবির নির্বাচন প্যানেলেও। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন বাদ পড়েছেন এই প্যানেল থেকে। নান্নুর পরিবর্তে তার দায়িত্বে স্থলাভিষিক্ত হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর।

আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, নেই তামিম

ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট