বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বোর্ডের দায়িত্বরত অবস্থায় দলের অনেক উত্থান-পতন, আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে গেছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আর বেশিদিন নেই তিনি। দায়িত্বের শেষ সময়ের অবস্থান সম্পর্কে ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।
সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে জরুরী বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে তামিম গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও মুখোমুখি হয়েছিলেন পাপন। এতে বিসিবি পদের দায়িত্ব ছাড়ার পাশাপাশি শেষ সময়ে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
গনমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘আমি এখানে বেশিদিন নেই। আমার মেয়াদ ১ বছর পর শেষ হচ্ছে। আমি যাবার আগে সব ঠিক করে দেব। আমি তামিমের সঙ্গে কথা বলেছি, কিন্তু অন্য সব খেলোয়াড়ের সঙ্গেও কথা বলতে হবে। তারপর প্রয়োজনে কিছু কঠিন সিদ্ধান্ত নেব।’
বৈঠক শেষে তামিম ইকবাল গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও তামিম ইস্যুতে কথা বলেছেন পাপন। তিনি বলেন, ‘বিপিএল এর পরই তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে ফিরছে না সে।’
২০১২ সালে প্রথম মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পান নাজমুল হাসান পাপন। এরপর ২০১৩ ও ২০১৭ সালে দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে এবং সর্বশেষ ২০২১ সাল থেকে চতুর্থ মেয়াদে বোর্ড সভাপতির পদে আছেন তিনি।
আরও পড়ুন: আইপিএল-২০২৪ : সাকিব-লিটনকে ছেড়ে দিল কলকাতা
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এমটি