বাংলাদেশের টি-টোয়েন্টি জার্সিতে অভিষেকটা দারুণ হয়েছে তানজিদ হাসান তামিমের। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেই ব্যাট হাতে রাঙিয়েছেন এই তরুণ ওপেনার। আর তাতেই কুড়িয়েছেন নাজমুল হাসান পাপনের প্রশংসা। আর ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া লিটন দাসকে নিয়েও ভাবছেন পাপন।
গতকাল (শুক্রবার) জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে সফরকারীদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
এদিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত ছিলেন তামিম। অভিষেক ম্যাচে তার এই পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
এ প্রসঙ্গে বাংলাদেশের একটি গণমাধ্যমকে পাপন বলেন, ‘তানজিদের ইনিংসটি দারুণ লেগেছে। তাকে ধারাবাহিকভাবে রান করতে হবে।’
তামিম ব্যাট হাতে জ্বলে উঠলেও ব্যর্থ ছিলেন আরেক ওপেনার লিটন কুমার দাস। প্রথম ম্যাচে ৩ বল খেলে মাত্র ১ রান করে ফিরে যান তিনি।
শেষ চার টি-টোয়েন্টিতে কেবল ৪৪ রান করেছেন লিটন। যেখানে তিনবারই ১০ রানের নিচে আউট হয়েছেন তিনি। তার এই ধারাবাহিক ব্যর্থতা অনেকটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি গত শ্রীলঙ্কা সিরিজে প্রথম দুই ওয়ানডেতে পরপর শূন্য রানে আউট হয়ে তৃতীয় ম্যাচে দলে জায়গা হারান তিনি।
লিটনের এই ধারাবাহিক ব্যর্থতা নিয়ে ভাবছে বিসিবি বসও। তার সমস্যা সমাধানে চেষ্টা চালিয়েছেন তিনি, ‘লিটনকে নিয়ে জালাল ইউনুসের সঙ্গে কথা হয়েছে। ওর আসলে সমস্যা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। এটা নিয়ে কোচদের সঙ্গেও আলোচনা করবো।’
আরও পড়ুন: ‘পঞ্চপাণ্ডবের’ সেই সময়গুলো মিস করেন মাহমুদউল্লাহ রিয়াদও
ক্রিফোস্পোর্টস/৪মে২৪/বিটি