Connect with us
ক্রিকেট

বিসিবির সভাপতি পদেই থাকবেন পাপন!

Nazmul Hasan Papon
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সাংসদ নির্বাচিত হওয়ার পর এবার নতুন গুরুদায়িত্ব পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এবার বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রীসভায়ও ঠাঁই হয়েছে বিসিবি বসের। পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। এর মধ্যেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, পাপন কি তবে বিসিবি সভাপতির পদ ছাড়ছেন?

নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতির দায়িত্ব ছেড়ে দেয়ার বিষয়ে অবশেষে মুখ খুললেন। আজ গণমাধ্যমের সাথে এই প্রসঙ্গে কথা হয় বিসিবি বসের। তার কথার সারমর্ম অনেকটা এ রকম, মন্ত্রী হওয়ার সঙ্গে বোর্ড সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ানোর কোনো প্রকারের সম্পর্ক নেই। এছাড়াও এর সাথে আইসিসির কিছু নিয়ম-কানুনের বিষয়ও জড়িত আছে।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রথমত বিসিবির পদের সাথে মন্ত্রীত্বের কোনো রকম সম্পর্ক নেই। আমাদের এখানে আগেও একাধিক মন্ত্রী ছিলেন যারা মন্ত্রণালয়ের পাশাপাশি বিসিবি প্রেসিডেন্ট হিসেবেও কাজ করে গেছেন। দেশের বাইরেও এমনটা হয়ে থাকে, এটি তেমন কোনো বিষয় না। আমার চলতি টার্মটা আগামী বছরে শেষ হবে। আমার আগে থেকেই ইচ্ছে চলতি মেয়াদ শেষ করেই দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর। আমার চেষ্টা থাকবে এ বছরটা শেষ করার।’

‘এছাড়া আইসিসির কিছু নিয়ম রয়েছে। ওদের বেশ কিছু কমিটির চেয়ারম্যান হিসেবেও আমি আছি। ওখানেও চলতি টার্মটা তো শেষ করতে হবে। কারণ ওরা তো আর আমার জন্য ওদের নিয়ম চেঞ্জ করবে না’ – যোগ করেন পাপন।

আরও পড়ুন: ভারতের ক্লাবে সুযোগ পেয়েও খেলা নিয়ে শঙ্কায় সাবিনা 

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট