Connect with us
ক্রিকেট

আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে পাপনের কি মন্তব্য?

মুস্তাফিজ ইস্যুতে কথা বললেন পাপন। ছবি- সংগৃহীত

চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিত খেলছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ইতোমধ্যে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারীও টাইগার কাটার মাস্টার। এক সময়ে তো আসরের পার্পল ক্যাপের দখলও তার হাতেই ছিল। বল হাতে আইপিএলে বেশ ভালো সময় কাটালেও ফিজের চলতি আইপিল আসর দীর্ঘায়িত হচ্ছে না। আসরের মাঝপথেই দেশে ফিরতে হবে তাকে।

মূলত বিশ্বকাপের আগে ঘরের মাটিতে শেষ প্রস্তুতি সেরে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ খেলাতে ও বিশ্বকাপের আগে ঝুঁকি এড়াতেই ফিজকে আইপিএলে পুরো মৌসুম খেলার অনুমতি দেয়নি বিসিবি। তার অনাপত্তিপত্র ৩০ এপ্রিল পর্যন্ত দেওয়া হলেও পরে তার মেয়াদ একদিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করা হয়।

আজকে (২৮ এপ্রিল) হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে চেন্নাইয়ের হয়ে নিজের অষ্টম ম্যাচ খেলতে মাঠে নেমেছেন মুস্তাফিজ। এরপর ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়াইয়ে নামবে চেন্নাই। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচই চলতি আসরে তার শেষ ম্যাচ হতে চলেছে। সেদিন ম্যাচ খেলে পরদিনই (২ মে) দেশে ফিরে আসার কথা রয়েছে তার।

এদিকে কিছু দিন আগেই আইপিএলের বদলে মুস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর ব্যাখ্যা দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছিলেন, ‘আইপিএলে মুস্তাফিজের শেখার প্রসেস শেষ। ওখান থেকে তার শেখার আর কিছু নেই। বরং এখন আইপিএলে অনেক ক্রিকেটার আছে যারা মুস্তাফিজের থেকে শিখতে পারে। এতে আমাদের তো কোনো লাভ হবে না।’

এবার এ প্রসঙ্গে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও মুখ খুললেন। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ফিজ কতটুকু লাভবান হতে পারতো এমন প্রশ্নের জবাবে পাপন নিজেও হেটেছেন জালাল ইউনুসের পথে। গণমাধ্যমের সামনে পাপন বলেন, ‘আইপিএল লাভবান হতো, এখানে আমাদের কোন লাভ নেই।’

অপরদিকে মুস্তাফিজের বিষয়ে বিসিবির সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন ভারতের খ্যাতনামা ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। তিনি বলেন, ‘বিসিবির পরিচালক বলেছে বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বেশি কাজে দিবে। ডোয়াইন ব্রাভো যখন পাথিরানাকে শেখাবে তখন ফিজ কিন্তু সেখানে থাকতে পারবে না। ধোনি ও ফ্লেমিংয়ের সঙ্গটাও সে মিস করতে যাচ্ছে।’

‘আমি আশা করবো, বিসিবির পরিচালক যা বলেছে সেটা যেন মিথ্যা হয়। আইপিএলের মত জায়গা থেকে সে যদি শিখতে না পারে তাহলে সে আর কোথায় থেকে শিখতে পারবে! এখানে খেললে সেটা মুস্তাফিজের জন্য খুবই ভালো হতো, সে এখানে দারুণ করছে। বাংলাদেশের বিষয়টা আরও বিবেচনা করা উচিত ছিল’ – যোগ করেন হার্শা। 

আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ভারত

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৪/এমএস/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট