Connect with us
ক্রিকেট

উইকেট পাওয়ার লক্ষ্যে নিয়মের বাইরে ডেলিভারি পরাগের

team india
বাংলাদেশ-ভারত ২য় টি-টোয়েন্টি ম্যাচ। ছবি: সংগৃহীত

গতকাল (বুধবার) ভারতের বিপক্ষে দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে অভিনব কৌশল অবলম্বন করে বল করতে দেখা যায় রিয়ান পরাগকে। মূলত উইকেট পাওয়ার লক্ষ্যেই ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন তিনি।

এ ম্যাচে পিচের বাইরে গিয়ে বল করেছেন রিয়ান পরাগ। সেই বল কে নো বল বলে গণ্য করেন আম্পায়ার। এখন প্রশ্ন হচ্ছে, পিচের বাইরে গিয়ে বল করা কী আইসিসির নিয়মের বহির্ভূত?

এ দিন মাহমুদউল্লাহ রিয়াদ কে বল করছিলেন পরাগ। বল করার সময় হঠাৎই বাঁ দিকে চলে যান তিনি। হাত ও পুরোপুরি ঘোরাননি এই স্পিনার। কাঁধের পাশ দিয়ে অনেকটাই নিচু থেকে বল ছাড়েন পরাগ। তাঁর এরকম অদ্ভুত বল দেখে ঘাবড়ে যান মাহমুদউল্লাহ। বল ব্যাটে লাগাতে পারেননি তিনি।

আরও পড়ুন: আবুধাবী টি-টেন থেকে সুখবর পেলেন সাকিব

পরাগ যে কৌশলে বল ডেলিভার করেছিলেন তা ক্রিকেটের নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু বল করার সময় পরাগের পা পপিং ক্রিজ়ের বাইরে চলে গিয়েছিল। বল করার সময় কোনো বোলার যদি তাঁর পিছনের পা পপিং ক্রিজ় স্পর্শ করেন বা তার বাইরে চলে যাই তাহলে তা ক্রিকেটের নিয়মের বহির্ভূত হবে। ফলে বলটি আর বৈধ হবে না। এই জন্য আম্পায়ার নো ডাকেন।

এ দিন পরাগ বল ছাড়ার সময় তার পিছনের পা পিচের বাইরে চলে গিয়েছিল। এটা ক্রিকেটের নিয়ম বিরুদ্ধ। সেই কারণেই নো বল ডেকেছেন আম্পায়ার। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গতকাল ভারতের দেয়া ২২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮৬ রানের বড় পরাজয় বরণ করে বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে ১ ম্যাচ হাতে থাকতেই সিরিজ খোয়ালেন শান্ত বাহিনীরা।

ক্রিফোস্পোর্টস/১০ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট