Connect with us
অলিম্পিক গেমস

প্যারিস অলিম্পিক: পদক পেলো কতটি দেশ, বাংলাদেশ কী পেলো?

অলিম্পিকের পদক জয়। ছবি- সংগৃহীত

এরই মধ্যে পর্দা নেমেছে প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকের এবারের আসরের। যেখানে টানা চতুর্থ বারের মতো সবথেকে বেশি পদক জয়ের কীর্তি গড়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী দেশ চীন। প্যারিসে সবমিলিয়ে ৮৯ দেশ পেয়েছে কোন না কোন পদক। যেখানে এবার পদক জয়ের পরিসংখ্যানে ভারতকে পেছনে ফেলেছে পাকিস্তান।

গতকাল প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্টে মেয়েদের বাস্কেটবলে স্বর্ণ জিতে যুক্তরাষ্ট্র। আর এতে করেই এবারের আসরে চীনের সমান সর্বোচ্চ ৪০ স্বর্ণপদক জিতে নিয়েছে দেশকে। যুক্তরাষ্ট্র ও চীন সমান সংখ্যক সোনা জিতলেও রুপা ও ব্রোঞ্জের দিক থেকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্যারিস থেকে নিজেদের ঝুলিতে পুড়েছে ৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক।

এদিকে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের অ্যাথলেটরা বাগিয়ে নিয়েছে ৪০ সোনা, ২৭ রুপা, ২৪ ব্রোঞ্জসহ মোট ৯১টি পদক। আর গেলবারের মতোই তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ জাপান। তারা পেয়েছে ২০ সোনা, ১২ রুপা ও ১৩ ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক। এদিকে একাধিক ইভেন্টে খেলেও কোন পদক জয় করতে পারেনি বাংলাদেশের অ্যাথলেটরা।

প্যারিস অলিম্পিকে বরাবরের মতোই হতাশ করেছে বাংলাদেশি অ্যাথলেটরা। তবে এবার যেন একটু বেশি বাজে পারফর্ম করেছেন তারা। যেখানে সবার আগে আসবে সাঁতারু সোনিয়া আক্তারের নাম। আর ফিল্ড অ্যান্ড ট্রাকে নিজের পুরো ক্যারিয়ারের সবচেয়ে বাজে দৌড় দিয়েছেন ইমরানুর রহমান। কেবল সাঁতারু সামিউল ইসলাম নিজের অবস্থানের খুব বেশি অবনতি ঘটতে দেননি। 

বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে অলিম্পিক গেমসে কেবল অংশগ্রহণ করাই তাদের কাছে বড় ব্যাপার। যেখানে পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তান একাধিক পদক নিয়ে দেশে ফিরেছে। প্রথমবারের মতো ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তানের আরশাদ নাদিম। পদক জয়ের তালিকায় তাদের অবস্থান ৬২তম। আর ১ রুপা ও ৫ ব্রোঞ্জ জিতে ভারতের অবস্থান ৭১তম।

আরও পড়ুন: গত বিশ্বকাপের টাকা এখনো পায়নি ক্রিকেটাররা, কী বলছে বিসিবি?

ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অলিম্পিক গেমস