Connect with us
অন্যান্য

প্যারিস অলিম্পিক: ২০ কি.মি. হাঁটায় স্বর্ণ পেলেন পিন্তাদো ও জিয়ায়ু

Crifo Olympic
অলিম্পিকে হাঁটায় স্বর্ণ পেলেন ইকুয়েডরের পিন্তাদো ও চীনের জিয়ায়ু

প্যারিস অলিম্পিকে পদক জয়ের রেস বেশ জমজমাট। এই রেসে বরাবর শীর্ষেই থাকছে চীন। আজ ষষ্ঠ দিনেও শীর্ষস্থান ধরে রেখেছে চীন। আগের দিনের ৯ স্বর্ণ পদকের সঙ্গে এদিন আরো দুটি ইভেন্টে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে তারা।

বৃহস্পতিবার ছেলেদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছে প্যারিস অলিম্পিকের অ্যাথলেটিকস ডিসিপ্লিন। এই ইভেন্টে গোল্ড মেডেল জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান পিন্তাদো। মেয়েদের ২০ কিলোমিটার রেস ওয়াকে সোনা জিতেছেন চীনের ইয়াং জিয়ায়ু। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডও তাঁর।

রোইংয়ে ছেলেদের ফোর ইভেন্টে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। এই ডিসিপ্লিনে মেয়েদের ইভেন্টে স্বর্ণ গেছে নেদারল্যান্ডসের দখলে। ডাচ নারীরা পেছনে ফেলেছেন গ্রেট ব্রিটেনকে।

আরও পড়ুন >> ৫ শহরের ১৫ টি স্টেডিয়ামে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

রোয়িং ডাবল স্কালসে রোমানিয়ার আন্দ্রেই সেবাস্তিয়ান এবং মারিয়ান ফ্লোরিয়ান জুটি স্বর্ণ জিতে নিয়েছেন। মেয়েদের ডাবল স্কালসে সেরার মুকুট গেছে নিউজিল্যান্ডের নারীদের দখলে।

আরও পড়ুন >> প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান

শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার থ্রি পজিশনস রাইফেলসের স্বর্ণ জিতেছেন চীনের লিউ ইউকুন। অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণপদকটি গেছে ইকুয়েডরের দখলে।

ষষ্ঠ দিনে এখন পর্যন্ত ১১টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে চীন। ৮টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স। তৃতীয়স্থান ধরে রেখেছে জাপান। অস্ট্রেলিয়া উঠে এসেছে চতুর্থস্থানে। ষষ্ঠদিনে পদকতালিকার শীর্ষ পাঁচে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।

ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য