ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন বোলারদের জন্য স্বর্গরাজ্য। তবে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেলেও ২০ দলের কোন বোলার তুলে নিতে পারেনি নিজেদের কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। এবার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন প্যাট কামিন্স।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসানকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। ইনিংসের এবং নিজের কোটার শেষ ওভার করতে এসে প্রথম বলেই তৌহিদ হৃদয়কে আউট করে হ্যাটট্রিক গড়েন তিনি। বৈশ্বিক এই টুর্নামেন্টের সপ্তম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন এই অজি পেসার।
ম্যাচের ১৮তম ওভারের পঞ্চম বলে শর্ট বল করে মাহমুদউল্লাহ রিয়াদকে পরাস্ত করেন কামিন্স। লাফিয়ে ওঠা খেলতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড আউট হন তিনি। মাহেদী হাসানকেও শর্ট বলে ফিরিয়েছেন এই অজি পেসার। অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বল থার্ড ম্যান অঞ্চল দিয়ে খেলতে গিয়ে অ্যাডাম জাম্পার হাতে ক্যাচ দিয়ে নিজের প্রথম বলেই আউট হন তিনি।
ইনিংসের শেষ ওভারে নিজের অন্তিম ওভার করতে এসে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ছিলেন প্যাট কামিন্স। প্রথম ডেলিভারিতে ফুল লেন্থের একটি স্লোয়ার বল করেন কামিন্স। বলের গতি বুঝতে না পেরে পরাস্ত হন সেট ব্যাটার তাওহীদ হৃদয়। স্কুপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন এই টাইগার ব্যাটার। এতে করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম বোলার এবং চলতি আসরের প্রথম হিসেবে হ্যাটট্রিক গড়েছেন কামিন্স।
অস্ট্রেলিয়ার চতুর্থ বলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক তুলে নেওয়ার কীর্তি গড়েছেন প্যাট কামিন্স। এর আগের সব শেষ ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে হ্যাটট্রিক করেছিলেন নাথান এলিস। অজিদের হয়ে প্রথম ২০০৭ সালে হ্যাটট্রিক পান ব্রেট লি। সেটিও ছিল বাংলাদেশের বিপক্ষেই। মাঝে ২০২০ সালে প্রোটিয়াদের বিপক্ষে হ্যাটট্রিক করেন অ্যাস্টন আগার।
স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আজ টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অজিরা। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। এদিন চার ওভার বল করে প্যাট কামিন্স ২৯ রান খরচায় তুলে নেন প্রতিপক্ষের ৩ উইকেট। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: আলভারেজ-মার্টিনেজের গোলে জয়ে কোপা শুরু আর্জেন্টিনার
ক্রিফোস্পোর্টস/২১জুন২৪/এফএএস