Connect with us
ক্রিকেট

মোহাম্মদ হাফিজের মন্তব্যে খোঁচা দিলেন প্যাট কামিন্স

Hafez Cummins
হাফিজের মন্তব্যে খোঁচা দিয়েছেন কামিন্স। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয় পাকিস্তানকে। অজিদের বিপক্ষে ৭৯ রানে হেরে প্রায় দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান। তবে ম্যাচ হারের পর অস্ট্রেলিয়ার থেকে ভালো খেলেছে পাকিস্তান, এমনটাই দাবি করেন মোহাম্মদ হাফিজ। তবে তার এমন দাবি নিয়ে খোঁচা মারতে দেখা যায় অজি অধিনায়ক প্যাট কামিন্স ও সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে।

সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করলেও দ্বিতীয় টেস্টে সমান তালে লড়াই করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার দেওয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের চতুর্থ দিন ২৩৭ রানে থেমে যায় সফরকারীরা। যার মধ্যে শেষ ১৮ রান সংগ্রহ করতেই ৫ উইকেট হারিয়েছে তারা। ২১৯ রানের সময় ৬ষ্ঠ উইকেট হিসেবে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হলে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি পাকিস্তান।

যদিও রিজওয়ানের সেই আউট নিয়ে হয়েছে বিতর্ক। ভিডিও রিপ্লেতে দেখা যায় রিজওয়ানের গ্লাভসের অনেকটা ওপরে হাতে স্পর্শ করে কিপারের হাতে ধরা পড়েন তিনি। ফিল্ড আম্পায়ার মাইকেল গগ তৎক্ষণাৎ নট আউট দিলেও প্রতিপক্ষের আবেদনে তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। এই বিষয়েও সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং দলের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ।

হাফিজ আম্পায়ারিংকে অবান্তর এবং প্রযুক্তিকে অভিশাপ হিসেবে উল্লেখ করেছেন নিজের মন্তব্যে। পাকিস্তান তুলনামূলক ভালো খেলেছে এমন দাবি করে তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমরা তুলনামূলক ভালো খেলেছি। আমি এজন্য গর্বিত। এই ম্যাচে সম্ভাব্য সেরা উপায়ে সাহসের সঙ্গে খেলেছে দল। তবে পুরো ম্যাচের সার-সংক্ষেপ করলে, মোটা দাগে আমাদের পাকিস্তান দল ওদের (অস্ট্রেলিয়া) চেয়ে ভালো খেলেছে।’

হাফিজের এমন মন্তব্য উঠে আসে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলনেও। হাফিজের বক্তব্যের জবাবে কিছুটা বিদ্রুপ করে কামিন্সের বলেন, ‘ওহ আচ্ছা! ভালো তো! ওরা ভালো খেলেছে, ঠিক আছে। তবে আমি খুশি যে জয়টা আমরাই পেয়েছি। ভালো খেলাতে তো আর কিছু যায়-আসে না, তাই না? দিন শেষে কে জিতল, সেটাই মূখ্য!’

অন্য দিকে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হাফিজকে ট্যাগ করে পোস্ট করেছেন। যেখানে তিনি শ্লেষাত্মক সুরে লিখেছেন, ‘পাকিস্তান এই সপ্তাহে ভালো খেলেছে বটে! শুধু প্রথম ইনিংসে বেশি অতিরিক্ত রান দিয়ে ফেলেছিল; আর দ্বিতীয় ইনিংসে ধরার মতো সহজ দুটি ক্যাচ ছেড়ে না দিলেই জিতে যেত তারা। কোচ হিসেবে হাফিজকে দেখে বেশ মুগ্ধ হয়েছি!’

আরও পড়ুন: কম পয়েন্ট নিয়েও যেভাবে ভারত-পাকিস্তানের ওপরে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট