প্রথমবারের মতো বিশ্বকাপে চান্স পাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের পূর্বে একের পর এক চমক দিয়ে যাচ্ছে। আইসিসি র্যাংকিংয়ে ১৯ নম্বরে থাকা এই দলটি প্রথমবার বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছিল। এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের অধিনায়ক পাটেলের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার।
বাংলাদেশকে তিন ম্যাচ হারিয়ে বিশ্বকাপে পদার্পণ করতে পারলে প্রথম বিশ্বকাপটির রাঙিয়ে তুলতে পারবেন বলে মনে করেন মার্কিন এই দলপতি। সেই সাথে থাকবে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব।
বৃহস্পতিবার ম্যাচ শেষে মোনাঙ্ক পাটেল বলেন,’আমরা যদি (সিরিজের শেষ ম্যাচ) জিততে পারি তাহলে বিশ্বকাপে যেতে পারবো অনেক প্রেরণা নিয়ে । আমাদের অবশ্যই সাহায্য করবে এটা।’
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ জিততে বোলারদের সম্পুর্ণ কৃতিত্ব দিয়েছেন আমেরিকান এই কাপ্তান । তিনি বলেন ‘ সত্যিই অনেক ভালো করেছে আমাদের বোলাররা। লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নেমেছি আমরা। সত্যিই গর্ব হচ্ছে ছেলেদের জন্য। পাওয়ার প্লে এবং বিশেষ করে শেষ পাঁচ ওভারে যেভাবে বোলিং করেছে বোলাররা , আমরা সিচুয়েশনটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি এবং বোলাররা সঠিক সময়ে উইকেট তুলেছে।’
আজ বাংলাদেশ সময় রাত ৯ টায় প্রেইরী ভিউ ক্রিকেট কমপ্লেক্সে হোয়াইটওয়াশ এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র : তাড়া করছে যে ‘ভয়’
ক্রিফোস্পোর্টস/২৫ মে ২০২৪/এমএ