Connect with us
ক্রিকেট

ডাবল সেঞ্চুরি করে জয়াসুরিয়ার পুরনো রেকর্ড ভাঙলেন নিশাঙ্কা

Pathum Nishanka broke Jayasuriya's old record by scoring a double century
নিশাঙ্কার ডাবল সেঞ্চুরির প্রশংসা করেছেন সনাথ জয়সুরিয়া। ছবি- সংগৃহীত

প্রথম শ্রীলঙ্কান ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন পাথুম নিশাঙ্কা। বিশ্বে দশম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন নিশাঙ্কা। এর সাথে সনাথ জয়াসুরিয়ার ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (৯ ফেব্রুয়ারি) আফগানিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে আফগানিস্তানকে ৩৮২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

এ ম্যাচে ব্যাট হাতে ২০ চার ও ৮ ছয়ের মারে ২১০ রান করে অপরাজিত ছিলেন পাথুম নিশাঙ্কা। ইতিহাস গড়া ম্যাচে ৮৮ বলে প্রথম সেঞ্চুরি পূর্ণ করলেও পরের সেঞ্চুরি হাকান মাত্র ৪৮ বলে।

এই কীর্তির মাধ্যমে সনাথ জয়াসুরিয়ার ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন নিশাঙ্কা। এতদিন শ্রীলঙ্কার হয়ে ওয়ানডেতে জয়াসুরিয়ার ১৮৯ রানই ছিলো সর্বোচ্চ। ভারতের বিপক্ষে ২০০০ সালে এই ইনিংস খেলেছিলেন সাবেক এই তারকা।

এর আগে ওয়ানডেতে নয় জন ক্রিকেটারের ১১টি ডাবল সেঞ্চুরি ছিল। আজ দশম ক্রিকেটার হিসেবে এই তালিকায় যুক্ত হয়েছেন নিশাঙ্কা। ওয়ানডেতে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন ভারতের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা।

আরও পড়ুন: শততম টি-টোয়েন্টিতে ঝড়ো ফিফটি করলেন ডেভিড ওয়ার্নার 

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট