সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ ভরাডুবি হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরাজয়ের পাশাপাশি টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাবর আজমরা। বিশ্বকাপ ব্যর্থতার পর দেশে ফিরে গেলে পাকিস্তান দল নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশ্বকাপে দলের নাজেহাল হওয়ার কারণ অনুসন্ধানে গতকাল সাবেক ক্রিকেটারদের নিয়ে বৈঠক করেছিল পিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার দায়ে দলের দুই নির্বাচন ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জারককে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে গিয়ে এই দুইজনের দায়িত্বে অসঙ্গতি পেয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
বিবৃতিতে পিসিবি উল্লেখ করেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ নিশ্চিত করেছে, আবদুল রাজ্জাক এবং ওয়াহাব রিয়াজকে তারা জানিয়ে দিয়েছে যে জাতীয় নির্বাচন কমিটির প্যানেলে তাদের দায়িত্ব পালনের আর কোন প্রয়োজন হবে না। আব্দুর রাজ্জাক পুরুষ ও মহিলা নির্বাচক কমিটির সদস্য ছিলেন, আর ওয়াহাব পুরুষ নির্বাচন কমিটির সদস্য ছিলেন।’
অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডে কর্মকর্তাদের দায়িত্ব হারানো নতুন কোন বিষয় নয়। প্রতিবারই বড় টুর্নামেন্টে ব্যর্থ হলে রদবদল দেখা যায় পাকিস্তান ক্রিকেটে। যেমন ভারত বিশ্বকাপ শেষেও বোর্ডের একাধিক পদ, কোচ ও অধিনায়কত্বেও দেখা গিয়েছিল পরিবর্তন। তবে এবার সবার আগে আঘাত এসেছে বোর্ডের নির্বাচক কমিটিতে। যদিও ওয়াহাব-রাজ্জাক বাদে বাকি পাঁচ নির্বাচক এখনো বহাল রয়েছেন।
এর আগে হতাশার বিশ্বকাপের মধ্যেই দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বোর্ড প্রধান নাকভি বলছিলেন, ‘মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের জন্য মাইনর সার্জারিই (ছোটখাটো অস্ত্রোপচার) যথেষ্ট। কিন্তু এ ধরনের বাজে পারফরম্যান্সের পর এটা পরিষ্কার যে, দলে মেজর সার্জারি দরকার।’
আরও পড়ুন: ফাইনালে উঠে অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন মেসি!
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/এফএএস