Connect with us
ক্রিকেট

ঝুলিয়ে রাখার পর হারিস রউফকে সুসংবাদ দিলো পিসিবি

বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে যেন আরও পর্যুদস্ত পাকিস্তানের ক্রিকেট। অধিনায়ক, কোচ, নির্বাচক, বোর্ড সব খানেই রয়েছে বিতর্কের ছোঁয়া। এর মধ্যে রয়েছে ক্রিকেটারদের অভ্যন্তরীন কোন্দলের খবরও। এ নিয়ে ঘিরে খেলা কিংবা অস্ট্রেলিয়া সফরে খেলা- না খেলা নিয়ে ছিল সংশয়। এর মধ্যে পাকিস্তানি পেসার হারিস রউফকে সুসংবাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি।

সম্প্রতি পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ ও হারিস রউফ শীতল দ্বন্দ্ব শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন না বলেই টেস্ট দল থেকে হারিস রউফ নিজেকে সরিয়ে নিয়েছেন এমন মন্তব্য করেছিলেন ওয়াহাব। এর পাল্টা জবাবে হারিস বলেছিলেন, অস্ট্রেলিয়ার সাথে খেলার কোন প্রতিশ্রুতি তিনি দেননি। মূলত হারিস চেয়েছেন সাদা বলে বেশি নজর দিতে। যে কারণে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের বড় আসর বিগ ব্যাশে খেলতে চেয়েছিলেন। এই ফাস্ট বোলার।

তবে পাকিস্তানের নির্বাচক ওয়াহাব জানিয়েছিলেন সবার আগে দেশকেই প্রাধান্য দিতে হবে। বিগ ব্যাশে খেলার বিষয় তাৎক্ষণিকভাবে জানায়নি পিসিবি। বলা হয়েছিল পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরেই কেবল অনুমতি পাওয়া যাবে। আবার পিসিবি প্রেসিডেন্ট জাকা আশরাফ বলেছিলেন, পিএসএলের বাইরে মাত্র একটি লিগেই খেলার অনুমতি পাবেন ক্রিকেটাররা।

কিন্তু দ্বন্দ্ব বিষাদের মধ্যে অবশেষে বিগ ব্যাশ শুরুর আগে পিসিবি থেকে এনওসি পেয়েছেন হারিস রউফ। তার সঙ্গে এনওসি পেয়েছেন উসামা মীর এবং জামান খান।

পিসিবি জানিয়েছে, হারিস, জামান এবং উসামাকে বিগ ব্যাশে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্রিকেটারদের চাপ এবং জাতীয় দলের সূচি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটের সব পক্ষের স্বার্থকে গুরুত্ব দিতে চায় পিসিবি।

বিশ্বকাপে ভালো করতে পারেননি রউফ। রান খরচা করেছেন সব ম্যাচেই। স্বাভাবিক ভাবে কম সমালোচনা হয়নি তাকে নিয়ে। তার উপর যে ভরসা করেছিল পাকিস্তান, সে আস্থার প্রতিদান তিনি দিতে পারেননি। দলও ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: নীরবেই শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ, খেলা হবে তিন মাঠে

ক্রিফোস্পোর্টস/০৫ডিসেম্বর২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট