গত ফেব্রুয়ারিতে পাকিস্তান দলের ফিটনেস নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেন সাবেক প্রধান কোচ মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের ক্রিকেট শো দ্য প্যাভিলিয়নে তিনি জানান, কোনো ফিটনেস টেস্ট না দিয়েই দলে খেলে যাচ্ছেন ক্রিকেটাররা।
হাফিজ ছাড়াও পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হতাশা ব্যক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি। তার মন্তব্য, ফিটনেসে ঘাটতির কারণেই ছয় মারতে পারে না পাকিস্তানি ক্রিকেটাররা। আর এ কারণেই সেনাবাহিনীর সঙ্গে বাবর-রিজওয়ানদের একটি বিশেষ ক্যাম্প করার ঘোষণা দেন পিসিবি প্রধান।
সেনবাহিনীর বিশেষ এই ট্রেনিংয়ে ২৯ জন ক্রিকেটারকে পাঠিয়েছে পিসিবি। আগামীকাল থেকে কাকুল সেনাবাহিনী ক্যাম্পে শুরু হবে এই ট্রেনিং, যা শেষ হবে আগামী ৮ এপ্রিল।
বিশেষ এই ক্যাম্পে সুযোগ পাওয়া ২৯ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে পিসিবি, যেখানে অবসর ভেঙে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের নামও রয়েছে।
আগামী মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। বিশেষ এই ট্রেনিংয়ে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।
সেনাবাহিনীর বিশেষ ট্রেনিংয়ে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সাইম আইয়ুব, সৌদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সালমান আলি আগা, আজম খান, ইফতিখার আহমেদ, ইরফান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নেওয়াজ, উসামা মীর, মেহরান মুমতাজ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রউফ ও মোহাম্মদ আমির।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৪/এমটি