Connect with us
ক্রিকেট

চাপে পড়েই সালমান বাটকে প্রত্যাহার করল পিসিবি

গেল মাসেই ওয়াহাব রিয়াজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পান। এবার তার পরামর্শক হিসেবে তিন সাবেক ক্রিকেটারকে দেয়া হয়েছিল দায়িত্ব। পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সালমান বাটও। তবে নিয়োগের একদিন বাদেই বাটকে পরামর্শক কমিটি থেকে প্রত্যাহার করল পিসিবি।

গতকাল রবিবার (২ ডিসেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এক সংবাদ সম্মেলনে সালমান বাটকে দায়িত্ব থেকে সরানোর কথা জানান। ওয়াহাব মনে করেন, সালমানকে নিয়ে সমালোচনা হওয়ার কারণেই বোর্ড তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ড কোনো বিতর্ক চায় না উল্লেখ করে ওয়াহাব বলেন, ‘সালমান বাটকে নিয়োগ দেওয়ায় আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকে বলছে আমি বন্ধুত্বকে প্রাধান্য দিয়েছি। আমি এমনটা হতে দিতে পারি না। যে কারণে আমি তাকে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করছি।’

গত শুক্রবার (১ নভেম্বর) সালমান বাট, কামরান আকমল ও রাও ইফতিখার আনজুমকে পিসিবি প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে নিয়োগ দেয়। পাকিস্তানের এই তিনজন সাবেক ক্রিকেটার দায়িত্ব হবে ওয়াহাবকে পরামর্শ দেয়া এমনটাই উল্লেখ করা হয়েছিল।

তবে সমালোচনা বেশি হওয়ার কারণ এই তিনজই ওয়াহাবের এলাকা পাঞ্জাব অঞ্চলের। একই প্রদেশের হওয়ায় এ নিয়ে অনেকেই স্বজনপ্রীতির অভিযোগ করেন। আবার বাটের নাম এক সময় ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল, সেটার জন্যও শাস্তি পেয়েছিলেন তিনি।

এমন একজনকে পিসিবিতে নিয়োগ দেওয়ায় অনেকেই আপত্তি জানিয়েছিলেন। অবশেষে সমালোচনার মুখে এক প্রকার বাধ্য হয়েই বাটকে প্রত্যাহার করে নিতে হল বোর্ডের।

আরও পড়ুন: ২০২৪ ইউরোর গ্রুপিং চূড়ান্ত, চিন্তায় স্পেন-ইতালি-ক্রোয়েশিয়া

ক্রিফোস্পোর্টস/০৩ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট