Connect with us
ক্রিকেট

ভারতকে পাকিস্তানের মাটিতে খেলানোর জন্য নতুন প্রস্তাব পিসিবির

cfiro PAKISTAN vs INDIA
আগামী ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে গড়াবে নবমতম চ্যাম্পিয়নস ট্রফির আসর

আবারও ক্রিকেটে সেই ভারত-পাকিস্তান বৈরীতা! আগামী ২০২৫ সালে মাঠে গড়াবে ক্রিকেটের চ্যাম্পিয়নস ট্রফির আসর। আইসিরি সূচি অনুযায়ী এই টুর্নামেন্টে আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু পাকিস্তানের মাটিতে খেলা মানেই ভারতের বেঁকে বসা। যেমন গত এশিয়া কাপের আসরও ছিল পাকিস্তানে, কিন্তু কোহলিরা যেতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট ভাগাভাগি হয়েছে। তবে এবার ভিন্ন পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দেশের মাটিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে পিসিবি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মাটিতে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই অনিশ্চয়তা দূর করতে ভারতকে পাকিস্তানি খেলানোর জন্য নতুন পরিকল্পনা করেছে পিসিবি।

রোহিত-কোহলিদের পাকিস্তানে খেলাতে চমৎকার একটি পরিকল্পনা করেছে পাকিস্তান। ভারতীয় ক্রিকেটার এবং দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে ভারতের সব কয়টি ম্যাচ ভারতের সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের রাজধানী লাহোরে খেলার প্রস্তাব জানিয়েছে তারা। এতে ভারতীয় সমর্থকেরা পাকিস্তানে গিয়ে খুব সহজেই ভারতের ম্যাচগুলো উপভোগ করতে পারবে।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা রয়েছে পাকিস্তানের মাটিতে।

আইসিসির কাছে তিনটি ভেন্যুকে চূড়ান্ত করে খসড়া সূচি প্রদানও করেছে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক এই দেশটি। সেখানে দেওয়া হয়েছে ফাইনাল ম্যাচসহ ভারতের সব কয়টি ম্যাচ লাহোরে। নিরাপত্তার কথা ভেবে দুই দেশের মধ্যবর্তী ওয়াঘা সীমান্তের খুব কাছাকাছি শহর লাহোরে ভারতের সবকটি ম্যাচ দেওয়ার প্রস্তাব জানিয়েছে আয়োজক দেশটি।

আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আসন্ন এই আসরে বাংলাদেশসহ মোট ৮টি দেশ খেলবে। তবে ভারতের খেলা নিয়ে আছে নানান জটিলতা ও আশঙ্কা। কিন্তু চেষ্টার ত্রুটি রাখছে না পিসিবি। এখন দেখার অপেক্ষা- তাদের এই প্রচেষ্টা কতটা সফল হয়।

আরও পড়ুন: বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (৩ মে ২৪)

ক্রিফোস্পোর্টস/০৩মে২৪/এইচআই/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট