মিরপুরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ ভাগাভাগি করেছে বাংলাদেশের মেয়েরা। এছাড়া প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরিও করেছেন ফারজানা হক পিংকী। লালসবুজের জার্সিধারীদের এতসব অর্জনের সিরিজটির একটি সুন্দর সমাপ্তি হতে পারতো। তবে তা ভেস্তে গেছে; হয়েছে বিতর্ক, ঘটেছে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা।
শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচটি তুমুল প্রতিযোগিতায় গড়ায়। সিরিজ জিততে ভারতের দরকার ছিল ২২৬ রান। ম্যাচে টাইগ্রেস বোলারদের দাপুটে বোলিং অপরদিকে ভারতের আগ্রাসী ব্যাটিংয়ে দুলছিল ম্যাচের ভাগ্য। টানটান উত্তেজনার ম্যাচটি গড়ায় শেষ ওভারে। শেষ ওভারে ভারতের দরকার ছিল ৩ রান। আর বাংলাদেশের লাগতো একটি উইকেট। প্রথম দুবলে ১, ১ করে দুই রান দেন মারুফা। পরের বলেই আউট! ব্যস স্কোর সমান।
অপ্রীতিকর ঘটনার শুরুটা এখান থেকেই। ম্যাচের সব উত্তেজনার পারদ ক্রিজে ঢেলে দেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কাউর। আম্পায়ার তাকে লেগ বিফোর (এলবি) আউট দেওয়ায় অশোভন আচরণ করেন তিনি। প্রথমে আম্পায়ারের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে থাকেন পরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি। এছাড়া মাঠ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের উদ্দেশ্যে কিছু বলতেও দেখা যায় এই ব্যাটারকে।
তবে ঘটনার রেশ এখানেই শেষ হয়ে যায়নি; পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও সবার সামনে আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভারতের কাপ্তান হারমানপ্রীত। বলেন, আম্পায়ারিং নিয়ে আমি বিস্মিত। পরবর্তীতে বাংলাদেশে এলে এগুলো মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে আসবো।
যে শাস্তি পেতে যাচ্ছেন হারমানপ্রীত:
হারমানপ্রীতের সবকটি আচরণ ক্রিকেটের আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই পেতে যাচ্ছেন ভারতের অধিনায়ক। সূত্র জানিয়েছে; হারমানপ্রীতকে (আর্থিক) ম্যাচ ফির বড় অংশ জরিমানা ও ডি মেরিট পয়েন্ট দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: সাকিব-ওয়ার্নদের কাতারে নাম লেখালেন মঈন
ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৪/এসএ