বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ প্রথম দিনেই বাংলাদেশ সম্পর্কে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন৷ বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ এবং এখানকার খাবারের বিশেষ প্রশংসা করেছেন তিনি৷
গতকাল সোমবার গভীর রাতে ঢাকায় পা রাখার পর আজ (মঙ্গলবার) শান্ত-মুশফিক-তাইজুলদের সঙ্গে পরিচয়পর্ব সেরেছেন বোলিং কোচ মুশতাক আহমেদ। এসময় ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের অনুশীলন কিট মুশতাকের হাতে তুলে দেন।
বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার মনে পড়ে যখন আমরা ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিলাম, আমি ১৯৯৩-৯০ মৌসুমে বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের সেই দলের অংশ ছিলাম বাংলাদেশে আসা সবসময়ই দারুণ অভিজ্ঞতা।এখানে আপনি দারুণ আতিথেয়তা পাবেন। এখানকার খাবার ভালো লাগে।’
কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটে কেমন প্রভাব রাখতে চান মুশতাক আহমেদ, সে কথাও জানিয়েছেন তিনি৷
মুশতাক বলেন, ‘এটা খুবই চ্যালেঞ্জিং। এখানকার ক্রিকেটটা বুঝতে হবে। সত্যি করে বলতে এটা সবসময়ই দারুণ অভিজ্ঞতা। এখানে আসা, বিনয়ী মানুষদের সঙ্গে দেখা করা। একজন কোচ এবং খেলোয়াড় হিসেবে আমাকে আপ টু দ্য মার্ক হতে হবে। সঠিক কাজটাই করতে হবে। বাংলাদেশের ক্রিকেট প্রক্রিয়ার অংশ হতে পারা আমার জন্য বড় গর্বের বিষয়। আমি কাজ করতে মুখিয়ে আছি।’
আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব শুরু করবেন মুশতাক। চট্টগ্রামে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল হবে এই প্রস্তুতি ক্যাম্প। সেখানেই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ টি-টোয়েন্টির সিরিজের প্রথম তিন ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এরপর ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ দুটি ম্যাচ। এদিকে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে পৌঁছাবে ২৮ এপ্রিল। সেদিনই তারা সরাসরি চলে যাবে চট্টগ্রামে।
আরও পড়ুন: আইসিসির আন্তর্জাতিক প্যানেলে আরেক বাংলাদেশি আম্পায়ার
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৪/টিএইচ/বিটি